পুলওয়ামা হামলার পরবর্তী সময়ে ভারতে পাক শিল্পীদের কাজ করবার উপর সম্পূর্নরূপে নিষেধাজ্ঞা জারি হয়েছিল বলিউডে। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)--এর তরফে জারি লিখিতভাবে এই প্রতিবন্ধকতা আরোপ করা হয়। ২০১৭ সালে শাহরুখ খানের নায়িকা হিসাবে বলিউডে পা রাখেন মাহিরা খান (Mahira Khan)। ‘রইস’ ছবিতে এই ✅পাক সুন্দরী রীতিমতো নজর কেড়েছিলেন, পাশাপাশি ‘হামসফর’, ‘বিন রোয়ে’-র মতো হিট ড্রামার সুবাদে ভারতে আগে থেকেই জনপ্রিয় মহিরা। কিন্তু পুলওয়ামা হামলার পর এদেশে থমকে যায় পা𓆏ক শিল্পীদের কেরিয়ার। সম্প্রতি এক সাক্ষাত্কারে এই গোটা বিষয় নিয়ে মুখ খুলেছেন।
ফিল্ম কম্পানিয়ানকে মাহিরা খান জানিয়েছেন, ‘আমি একটাই কথা বলব, বিষয়টা দুর্ভাগ্যজনক। যদি আমি এ☂টা নিয়ে চিন্তা করি… তবে আমাদের সকলেই জীবনে এগিয়ে চলতে হবে। আমাদের কাছে একটা সুযোগ না থাকলে আরও অনেক সুযোগ আসবে। অন্যকিছু করতে হবে, কিছুই থেমে থাকে না। তবে হ্যাঁ, উপমহাদেশের শিল্পীদের একসঙ্গে কাজ করবার সুযোগটা থমকে গিয়েছে। তবে হয়ত ভবিষ্যতে ফের একসঙ্গে কাজের সুযোগ আসবে, কে জানে? ’
সম্প্রতি জি নেটওয়ার্কের সিরিজ ‘ইয়ার জুলাহে’-র হাত ধরেই ফের একবার ভারতীয় দর্শকদের সামনে স্বমহিমায় হাজির হয়েছেন মাহিরা খান। এই জনপ্রিয় পাক অভিনেত্রীর দেখা মিলেছে জি থিয়েটারের ১২ ভাগে বিভক্ত সিরিজ💝ের প্রথম এপিসোডে। গত ১৫ মে সম্প্রচারিত হয়েছে ‘ইয়ার জুলাহে’। জনপ্রিয় লেখক আহমেদ নদিম ওয়াসমি-র ‘গুড়িয়া’ গল্পটি পাঠ করেছেন মাহিরা। অভিন্ন হৃদওয় দুই বন্ধু মেহর ও বানোর গল্প গুড়িয়া।
মাহিরা আরও যোগ করেন, ‘আমাꦜর কাছে বহু ওয়েব সিরিজের অফার এসেছে এই সময়কালে। আমি জানি না কেউ আমার কথা বুঝবে কিনা, তবে সত্যি আমি ভীত ছিলাম। আমি ভয়ের জন্য আমি কাজ করিনি, মানে ল🍌োকে কী বলবে সেটা নিয়ে ভয় নয়, আমি বুঝতে পারিনি আমি সত্যি ওখানে (ভারতে) যেতে চাই কিনা। কিছু কিছু সিরিজের বিষয়বস্তু অসম্ভব ভালো ছিল। সেগুলো হাতছাড়া করতে শিল্পী হিসাবে খারাপ লেগেছিল’।
২০১৭ সালে রইস মুক্তি পেলেও, বিক্ষোভের জেরে ছবির প🌳্রচারে ভারতে আসেননি মাহিরা। উরি হামলার পর থেকেই বলিউডে পাক শিল্পীদের কাজ করা নিয়ে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল। পুলওয়ামা হামলার পর অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন প্রযোজক সংস্থা, মিউজিক কোম্পানিগুলোকে রীতিমতো চিঠি লিখে সচেতন করে।
যদিও🐓 পাকিস্তানি শিল্পীদের উপর ভারতে কাজ করা নিয়ে আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের পক্ষ থেকে কোনওদিনই কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তাই এই নিয়ে কোনও আইনি প্রতিবন্ধকতা নেই।