হইচইতে যে꧃ এবার মহিষাসুরমর্দিনী আসছে সেই কথা আগেই জানানো হয়েছিল। মুখ্য ভূমিকায় থাকবেন রাজনন্দিনী পাল। এবার আরও আপডে🌌ট পাওয়া গেল এই সিরিজ প্রসঙ্গে। মহালয়ার দিন রেডিয়োর পাশাপাশি টিভিতেও নানা প্রভাতী অনুষ্ঠান চলে। দেখানো হয় দেবী দুর্গার নানা অজানা গল্প। এবার সেটা আসছে OTT মাধ্যমে। পরিচালনায় সায়ন্তন মুখোপাধ্যায়।
জানা গিয়েছে সৃষ্টি এবং বিবর্ত♍নের মধ্য দিয়ে নারী শক্তিকে বর্তমান প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে। আগামী ২ অক্টোবর হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে মহিষাসুরমর্দিনী। দেবী দুর্গা হয়ে ধরা দেবেন রাজনন্দিনী পাল। তবে অন্যান্য ভূমিকায় আর কারা থাকবেন এখনও জানা যায়নি।
আরও পড়ুন: বদলা নেওয়ার হুমক👍ি লাভলির, সব꧅ক শেখাতে চিকিৎসকদের শ্রীলেখা বললেন, 'ওঁর মতো কারও চিকিৎসা করবেন না'
হইচইয়ের এই মহিষাসুরমর্দিনী গল্পে উঠে আসবে দেবীর বিভিন্ন রূপের কথা। যেমন ঘোড়াসুর বধ, মহিষাসুর বধের গল্প থাকবেন তেমন ভাবেই থাকবে সতীর দেহ খণ্ড বিখণ্ড করার গল্প। বাদ যাবে না শিবের তাণ্ডবের ক🅘থা। তবে মূল আকর্ষণ দুষ্টের বিনাশ করে মর্তে তিনি কীভাবে শান্তি ফেরান সেই গল্পই।
এবার টিভিতে কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে পুনরায় দেবী দুর্গা হিসেবে দেখা যাবে। মহালয়ার সকাল মানেই বিভিন্ন চ্যানেলে মহিষাসুরমর্দিনী সম্প্রচারিত হওয়া। তবে আজও দর্শকদের কাছে জনপ্রিয়তার তুঙ্গে রꦓয়েছ༺ে ডিডি বাংলার সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের করা মহালয়ার অনুষ্ঠান। এবার সেখানে নবীনতম সংযোজন হিসেবে যুক্ত হতে চলেছে রাজনন্দিনী পালের নাম।
প্রসঙ্গত রাজনন্দিনী পালকে এর আগে পায়েস, সম্পূর্ণা, ওগো বিদেশিনী, ওহ লাভলি, উড়নচণ্ডী, ইত্যাদি সিরিজ ⛎এবং সিনেমায় দেখা গিয়েছে। তিনি তাঁর মা ইন্দ্রানীর মতোই নাচে পটিয়সী❀।