রক্তবীজের চরম সাফল্যের পর এবার পুজোতেও উইন্ডোজ প্রোডাকশন হাউজের তরফে অ্যাকশনে ঠাসা ছবি নিয়ে আসা হচ্ছে। আর সেই কথা আগেই ঘোষণা করা হয়ে গিয়েছিল। এবার প্রকাশ্যে এল বহুরূপী ছবিটির প্রথম ঝলক। এই ছবিতে উঠে আসবে বাংলার বুকে ঘটে যাওয়া সবথেকে বড় এবং ভয়ঙ্কর ব্যাঙ্ক ডাকাতির কথা🌜।
কী দেখা গেল ঝলকে?
এই ছবিতে রক্তবীজের পর আবারও পুলিশ হয়ে ধরা দিতে চলেছেন আবির চট্টোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম এসআই সুমন্ত ঘোষাল। তবে এটা তাঁর অর্থাৎ সুমন্তের কেরিয়ারের সাফল্যের গল্প বলবে না। বরং বলবে ব্যর্থতার গল্প। তাঁর বিপরীতে আছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অর𒁏্থাৎ ব্যাঙ্ক ডাকাতির মূল পান্ডা। সে বিভিন্ন রূপ ধারণ করে যেহেতু পুলিশের নজর এড়িয়ে পালাচ্ছিল তাই ছবির নাম বহুরূপী।
আরও পড়ুন: বদলা নেওয়ার হুমকি লাভলির, সবক শেখাতে চিকিৎসকদের শ্রীলဣেখা বললেন, 'ওঁর মতো কারও চিকিৎসা করবেন না'
এই ছবিতে আবিরের স্ত্রীর চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। অন্যদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী হিসেবে ধরা দেবেন কৌশানি মুখোপাধ্যায়। ভরপুর অ্যাকশন তো রয়েছেই। সঙ্গে আছে রোম্যান্টিক মুহূর্ত, ভোল বদলের পালা। এক কথায় বহুর𝓡ূপী ছবিটির এই এক মিনিট ৪৫ সেকেন্ডের টিজার সহজেই নজর কাড়ল। দর্শকরা কমেন্ট বক্সে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই ছবিটির টিজারকে।
বহুরূপী প্রসঙ্গে
বহুরূপী ছবিটি পুজোর🅘 সময় পঞ্চমীর দিন ৮ অক্টোবর মুক্তি পাচ্ছে বড় পর্দায়। ছবিটির পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নꦯন্দিতা রায়।