সঞ্জয় লীলা বনশালির ওয়েব সিরিজ হীরামান্ডি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে ছবিতে মল্লিকাজান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মনীষা কৈরালা দারুণ প্রশংসা পাচ্ছেন। সঞ্জয় লীলা বান♉শালি পরিচালিত ছবিতে পতিতার ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। বܫলিউড বাবলকে দেওয়া একটি সাক্ষাৎকারে মনীষা জানিয়েছেন, হীরামান্ডিতে শেখর সুমনের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় প্রাথমিকভাবে স্ক্রিপ্টের অংশ ছিল না। অভিনেত্রীর বলেছেন, সঞ্জয় লীলা বানশালি সবসময় নতুন কিছু করার চেষ্টা করেন।
মনীষা কৈরালা (শোতে মল্লিকাজান) সঞ্জয় লীলা বনসালির সঙ্গে কাজ করার বিষয়ে মুখ খুলেছেন। এপিসোড ১ থেকে অন্তরঙ্গ দৃশ্যের কথাও বলেছিলেন, যেখানে শেখর সুমনের নবাব জুলফিকার এবং মল্লিকাজান ঘোড়ার গাড়িতে ভ্রমণ করছেন। অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি দৃশ্যটি জানেন কি𓃲না। তিনি বলেছিলেন, ‘দেখুন, সঞ্জয় (লীলা বনশালি) খুব সূক্ষ্ম কাজ করেন, তিনি একটি নতুন উপাদান আনার চেষ্টা করেন যা আমরা ভাবিনি এবং তিনি তা করেন। এমনকি এই দৃশ্য সম্পর্কে, যখন রিহার্সাল চলছিল, বলেছিলেন নতুন হতে হবে।’
আরও পড়ুন: ধূসর রঙের টপে স্পষ্ট বক্ষ💮ব𝓡িভাজিকা, শরীর চাপা গাউনে মেট গালায় লাইমলাইট কাড়লেন কিম
শেখর সুমন ফাঁস করেছেন এই সিরিজে ওর♓াল সেক্স বা মুখমেহনের একটি দৃশ্যে অভিনয় করতে হয়েছে তাঁকে। এবং সেই দৃশ্যটি এক টেকেই শেষ করেন ৬১ বছর বয়সী শেখর সুমন। সবচেয়ে বড় কথা হল, চিত্রনাট্যে ওই দৃশ্যটির উল্লেখ ছিল না।
আরও পড়ুন: কিম, জেন্ডায়া থেকে জিজি হাদিদ, মেট গাল🔥া ২০২৪-এ কোন সেলেবের লুক সবথেকে সেরা
অভিনেতা জানান, প্রাথমিকভাবে বনশালির কুশীলবরা হতবাক হয়েছিলেন যে সিরিজে এরকম কিছু দৃশ্য রাখতে চাইবেন পরিচালক তবে দৃশ্যটি শ্যুট হয়ে গেলে, তারা শেখরকে ধন্যবাদ জানাতে ছুটে আসেন। কারণ এক টেকে ওকে না হলে, বনশালি ওই শটটি বারংবার নিতেই ꦅথাকতেন। রগরগে সেই ঘনিষ্ঠ দৃশ্য যে অল্প সময়েই শ্যুট করা হয়ে গিয়েছে, তাতে নিস্তার গোটা টিমের।
আরও পড়ুন: মালাইকা থেকে দিনো মোরিয়া, তারকাখচিত সেলফি ♌শেয়ার করলে✅ন ফারহান, গ্রুপে রয়েছেন আর কারা
হীরামান্ডিতে নবাবের চরিত্রে ﷽অভিনয় করেছেন শেখর সুমন। মদ্যপ অবস্থায় মল্লিকাজান মনীষা কৈরালার সঙ্গে ঘোড়ার গাড়িতে করে চলেছেন শেখর। এরপরই যৌনখিদে জেগে উঠে তাঁর মধ্যে, মল্লিকাজানের দিকে পিছন ঘুরে চিৎকার করে তাঁর নাম ধরে ডাক দিতে থাকেন নবাব। জুম এন্টারটেনমেন্টকে অভিনেতা জানান, চিত্রনাট্যে ওই দৃশ্যটি না থাকায়, শুরুতে বনশালি তাঁর সঙ্গে আলোচ🍌না করেন এবং অভিনেতার অনুমতি নেন। শেখরের কথায় খুব সহজেই দৃশ্যটি একটা হাস্যকর দৃশ্য পরিণত হতে পারত, তবে চরিত্রের যন্ত্রণা যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।