স্কয়ার ইয়ার্ডসের নথি অনুসারে মনোজܫ বাজপেয়ী এবং তাঁর স্ত্রী শাবানা রাজা সম্প্রতি মুম্ব🌃ইয়ের মহালক্ষ্মীতে তাঁদের অ্যাপার্টমেন্টটি ৯ কোটি টাকায় বিক্রি করেছেন।
মিনার্ভাতে অবস্থিত এই মহালক্ষ্মী একটি বিলাসবহুল আবাসিক টাওয়ার, যার কার্পেট এরিয়া প্রায় ১,২৪৭ বর্গ ফুট (১১৬ বর💧্গ মিটার)। ১৬ অগস্ট অ্যাপার্টমেন্টটি বিক্রির জন্য রেজিস্ট্রেশন হয়েছে। এই অ্যাপার্টমেন্টে দুটি গাড়ি পার্কিং স্পেস রয়েছে, সেটিও প্রায় ২৪০ বর্গমিটার।
আরও পড়ুন: 'দ্য ফ্যামিলি ম্যান ৩'-এর অপেক্ষার মাঝেই নতুন ꧃খবর🍒, আসছে সিরিজের চতুর্থ সিজনও!
মিনার্ভা, লোখান্ডওয়ালা কাতারিয়া কনস্ট্রাকশন দ্বারা তৈরি এই প্রকল্পটি প্রায় ২ একর জুড়ে বিস্তৃত এবং এতে মোট ৩৬২টি ইউনিট রয়েছে৷ সেখানে তাঁদের টাওয়ারটি ৩ এবং ৪ BHK অ্যাপার্টমেন্ট। এখান থেকে সমুদ্রও দেখা যায়। আরব সাগর থেকে মহালক্ষ্মী রেসকোর্সের দৃশ্য খুব ভালো মত দৃশ্যমান। তাছাড়াও এটি লোয়ার প্যারেল, ওয়ারলি এবং নরিমানের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রের বেশ 💛কাছাকাছি।
স্কয়ার ইয়ার্ডস অনুসারে, মনোজ বাজপেয়ী তাঁর স্ত্রীর সঙ্গে ২০ඣ১৩ সালের এপ্রিল মাসে ভারতীয় মুদ্রায় ৬.৪০ কোটি টাকায় অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন। সেই সময়ে, তাঁরা ৩২ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি এবং ৩০,০০০ টাকা নিবন্ধন ফিও প্রদান করেছিলেন।
আরও পড়ুন: ব্যবসার নিরিখে 'স্ত্রী ২' রাজ্যে পার করল কোটির গণ্ডি, আরজি করের♐ জেরে পদাতিক-বাবলি দেখল না দর্শক?
এই অ্যাপার্টমেন্টটি মনোজ বাজপেয়ী ൲বিস্তৃত রিয়েল এস্টেট বিনিয়োগের অংশ। গত বছর, তিনি মুম্বইয়ের ওশিওয়ারায় চারটি অফিস ইউনিটে ভারতীয় মুদ্রায় মোট ৩২ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। বাণিজ্যিক সম্পত্তি অর্জনে অমিতাভ বচ্চন, কাজল এবং অজয় দেবগনের মতো অন্যান্য বলিউড তারকাদের সঙ্গে তিনিও যোগ দিয়েছিলেন🔴।
৪ অক্টোবর, ২০🥃২৩- এ নিবন্ধিত চারটি অফিস ইউনিট ওশিওয়ারার ভিরা দেশাই রোডের কাছে সিগনেচার বিল্ডিং- এ অবস্থিত। মনোজ বাজপেয়ী এই অফিস স্পেসগুলির জন্য স্ট্যাম্প ডিউটি হিসাবে ভারতীয় মুদ্রায় প্রায় ১.৮৬ কোটি টাকা দিয়েছিলেন।
প্রসঙ্গত, 'রাজনীতি', 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এর মতো ছবির জন্য পরিচিত অভিনেতা মনোজ বাজপেয়ী। এছাড়াও তাঁর বহুল জনপ্রিয় সিরিজ হল 'দ্য ফ্যামিলি ম্যান'। ইতিমধ্যেই এই সিরিজের দুটি সিজেন মুক্তি পেয়েছে । আর দুটি সিজনই অনেক প্রশংসা কুড়িয়েছে। 'দ্য ফ্যামিলি ম্যান'-এ মনোজ বাজপেয়ী ছাড়াও রয়েছেন প্রিয়মনি। তাঁকে মনোজ বাজপেয়ীর স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছিল। তাছাড়াও শরীব হাশমিকে ‘শ্রীকান্ত তিওয়ারি’ অর্থাৎ মনোজ বাজপেয়ীয়ের ঘনিষ্ঠ সহযোগী 'জেকে'-এর ভূমিকায় দেখা গিয়েছিল। দ্বিতীয় সিজনে🐽 একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সামান্থা রুথ প্রভু। তৃতীয় সিজনে প্রিয়মনি ও শরীব হাশমিকে আবারও দেখা যাবে।