অভিনেত্রী কাজলের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। তিনি 'জাত' অভিনেত্রী। এদিকে বি-টাউনে 'মিস্টার পারফেক্টশনিস্ট' 𒁃বলেই পরিচত আমির খান। তবে এই দুই খ্যাতনামা অভিনেতাকে দেখা গিয়েছে মাত্র একটি ছবিতেই, ‘ফানহা’। কিন্তু কেন 𒅌আমিরের সঙ্গে জুটি বেঁধে কাজ করেননি কাজল? সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক ধর্মেশ দর্শন জানাচ্ছেন কাজল নাকি আমিরের সঙ্গে কাজই করতে চাননি।
হ্য়াঁ, ঠিকই শুনছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধর্মেশ দর্শন বলেন,সেসময় আমিরের একা🅰ধিকবার টেক নেওয়ার বদনাম ছিল, সেকারণেই কাজল নাকি আমিরের সঙ্গে কাজ করতে চাননি। ধর্মেশ দর্শনের কথায়, ‘আমার সব বন্ধুরা ওর (কাজল) সঙ্গে কাজ করেছে, আমি কিন্তু লোলোর (কারিশ্মা কাপুর) সঙ্গেই কাজ করেছি। আমার মেলা ছবিতে প্রথমে কাজলের অভিনয় করার কথা ছিল, তবে তিনি কিছুটা দ্বিধায় ছিলেন। আসলে তিনি তখন আমিরের সঙ্গে কাজ করবেন কিনা ঠিক করতে পারছিলেন না। যদিও বহু পরে গিয়ে তিনি আমিরের সঙ্গে অভিনয় করেন। আসলে কাজল ওয়ান-টেক অভিনেতা এবং স্বতঃস্ফূর্ত ভাবেই অভিনয় করতেন। এদিকে আমির একাধিক টেক নেন। তবে না বলার পরেও তিনি কেন করতে চাইেছেন না তা বলতে আমার বাড়িতে এসেছিলেন।’
আরও পড়ুন-করিশ্মা-অভিষেকের বিয়ে ভাঙার পღ্রভাব ছবির শ্যুটিংয়েও পরেছিল, ওরা সারাক্ষণ ঝগড়া করত: ধর্মেশ
আরও পড়ুন-পায়ের উপর দিয়ে চলে♏ গ🌜েল গাড়ি, দুর্ঘটনার কবলে টেলিপর্দার 'ওম' ইন্দ্রজিৎ বসু
কাজল 'মেলা' ছবিটি ফিরিয়ে দিলেন পরে টুইঙ্কল খান্না আর আমির খানকে নিয়ে ছবিটি বানিয়েছিলেন ধর্মেশ দর্শন। যদিও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ধর্মেশ দর্শন বলেন, তিনি নাকি প্রথমে ছবিটি 💝বানাতেই চাননি। তাঁর মা-ই তাঁকে মেলা ছবিটি বানানোর কথা বলেন। ধর্মেশ দর্শনের অভিযোগ, আমির খান সেসময় তাঁর ছবির বদলে ভাই ফয়জাল খানকে লঞ্চ করার জন্য বেশি ব্যস্ত হয়ে পড়েছিলেন। ধর্মেশের কথায়, ‘মেলা’তে তিনি আমিরের কথাতেই প্রথম নিজের ভাবমূর্তির বাইরে গিয়ে ‘অশ্লীল’ দৃশ্যের শ্যুটিং করেন। যেটা নাকি হলিউড ছবি ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’-এ দেখেছিলেন। আমিরের কথাতেই তিনি ছবিতে জনি লিভারের প্রস্রাব পান করার দৃশ্যটি রাখেন। তিনꦇি নাকি এমন দৃশ্য কখনওই রাখতে চাননি।
প্রসঙ্গত, এ🧔কই সাক্ষাৎকারে ২০০২ সালে অভিষেক-করিশ্মাকে নিয়ে ‘হ্যাঁ ম্যায়নে ভি পেয়ার কিয়া হ্য়ায়’ ছবিটি বানিয়ে ভুল করেছেন বলে জানিয়েছিলেন ধর্মেশ।