বক্স অফিস কাঁপাচ্ছে শাহরুখ খানের ‘জওয়ান’। পরিচালক অ্যাটলির এই ছবিতে একইসঙ্গে বাপ-বেটার চরিত্রে দেখা মিলেছে শাহরুখ খানের। বিক্রম রাঠোর এবং আজাদ, দুই চরিত্রেই সমান সাবলীন বাদশা। আরও পড়ুন-সানির ‘গদর ২’-এর কাছে অবশেষে হার মানল ‘জওয়ান’! কোথায় পিছ𓃲িয়ে পড়লেন শাহরুখ?
ষাট ছুঁইছুঁই শাহরুখকে পুরোদস্তুর ‘অ্যাকশন হিরো’র রোলে দেখা গিয়েছে এই ছবিতে। বিক্রম রাঠোরের সঙ্গে আজাদের প্রথম সাক্ষাতেই ধুন্ধুমার অ্যাকশন সিকুয়েন্স। ছেলেকে বাঁচাতে মুখে সিগার আর বেল্ট হাতে বিক্রম রাঠোরকে শক্রু নিধন করতে দেখে বাঙালিদের অনেকেই মনে করেছেন রঞ্জিত মল্লিকের কথা। ঠিক রঞ্জিত মল্লিকের মতোই যেন কালীর সাগরেদদের ‘চাবকে পিঠের ছাল’ তুলে দিয়েছে বিক্রম। সোশ্যাল মিডিয়াতেও সেই নিয়ে মিমের ছয়লাপ। আম জনতা থেকে সেলেব সকলেই শেয়ার কౠরেছেন সেই মিম। যেখানে দাবি করা হয়েছে, রঞ্জিল মল্লিকের স্টাইল কপি করেছেন ‘জওয়ান’ শাহরুখ।
গোটা বিষয় নিয়ে টলিউডের ‘বেল্টম্যান’ রঞ্জিত মল্লিকের কাছে প্রশ্ন করা হলে তিনি কী জবাব দিলেন? এখনও হলে গিয়ে শাহরুখের জওয়ান দেখে ওঠা হয়নি প্রবীণ টলি অভিনেতার। আজকালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি হাসি মুখে বলেন বলেন- শাহরুখের বেল্টম্যান অবতার নিয়ে তিনি কিছুই জানেন না। সঙ্গে সংযোজন, ‘তবে আমায়🦩 ‘বেল্টম্যান’ বানিয়েছে বাংলা ইন্ডাস্ট্রি। কোমরে চওড়া বেল্ট। সেটা খুলে শাসন করতাম। সঙ্গে দুটো জনপ্রিয় সংলাপ, ‘মেরে চামড়া গুটিয়ে দেব’ আর ‘বাপেরও বাপ থাকে’। আরও ဣএকটা অবতার আছে আমার, ‘গোঁফম্যান’। ….পরের পরিচালকেরা গোঁফ দিতে চাইতেন। সৎ পুলিশ অফিসার আর চওড়া গোঁফ নাকি আমার সঙ্গে ভাল যায়। কিছু বলিনি কোনওদিন। পরিচালক, দর্শকেরা যদি এই রূপেই দেখতে পছন্দ করেন তা হলে আপত্তির প্রশ্নই নেই।’
শক্রু-সহ একাধিক সিনেমায় কোমর থেকে বেল্ট খুলে গুন্ডাদের সুঁটিয়ে লাল করে দিয়েছেন রঞ্জিত মল্লিক। রেহাই পাননি প্রিয়জনেরাও। ছোট বউ ছবিতে নিজের ভাই প্রসেনজিৎ-কে শাস্তি দিতেও কোমর থেকে বেল্ট খুলে ছাবকে ছিলেন রঞ্🌺জিত মল্লিক। সেইজন্য অনেকেই তাঁকে বাংলা সিনেমার ‘বেল্ট ম্যান’ বলে থাকেন।
ইতিমধ্যেই অভিনয় জীবনের ৫০ বছর পার করে ফেলেছেন রঞ্জিত মল্লিক। মাঝে সাত বছর ক্যামেরা থেকে দূরে ছিলেন। স্বমহিমায় আবার ফিরেছেন। ‘ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’ দিয়ে অভিꦜনয় জীবনের নতুন ইনিংস শুরু করেছেন এই বছরেই। আশি ছুঁইছুঁই অভিনেতার প্রথম ওয়েব সিরিজ এটি। শীঘ্রই ‘তারকার মৃত্যু’ ছবিতে দেখা যাবে তাঁকে। পরিচালনায় হরনাথ চক্রবর্তী। এখানে তদন্তকারী অফিসার রাজেন মিত্রর ভূমিকায় রয়েছেন রঞ্জিত মল্লিক। প্রযোজনার দায়িত্বে রয়েছে রঞ্জিতের জ🥃ামাই নিসপাল সিং রানের প্রযোজনা সংস্থা।