বাংলা নিউজ > বায়োস্কোপ > নেপালে মধুচন্দ্রিমায় গিয়ে বউকে হারান 'মিলি'র নায়ক অনুভব, 'ঠিক সন্ধ্যে নামার আগে' কী ঘটেছিল?
'মিলি' ধারাবাহিকের ‘অর্জুন’কে মনে পড়ছে? শুরুতে 'মিলি' সিরিয়ালটি বেশ নজর কাড়লেও মাত্র ৮ মাসেই শেষ হয়েছিল এই ধারাবাহিকের পথচলা। আর এবার ফের একবার পর্দায় ফিরতে চলেছেন 'মিলি'র নায়ক অনুভব কাঞ্জিলাল। তবে এবার আর ছোটপর্দায় নয়, বড় পর্দায়। এবার ঐন্দ্রিলা বসুর সঙ্গে জুটি বাঁধছেন অনুভব। আসছে জমজমাট রহস্যের সঙ্গে অ্যাকশনে ভরপুর ছবি 'ঠিক সন্ধ্যে নামার আগে'।
জানা যাচ্ছে, ছবিটি মূলত একটি সাইকোলজিক্যাল থ্রিলার। আর সেখানেই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের ভূমিকায় দেখা যাবে অনুভব কাঞ্জিলালকে। ছবির গল্পে দেখা যাবে নেপালে মধুচন্দ্রিমায় গিয়ে স্ত্রীকে হারিয়ে ফেলেন অনুভব। তারপরই তাঁর সঙ্গে দেখা হয় হুবহু একইরকম দেখতে এক মহিলার। আর এখানেই রয়েছে রহস্য। ছবিতে অনুভবের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ঐন্দ্রিলা বসুকে।