বাংলাদেশে ইতিমধ্যেই তুফান ঝড়ে চারিদিক উড়া ধুরা... বিশ্বের অন্যান্য একাধিক দেশেও ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে শাকিব খান এবং মিমি চক্রবর্তী অভিনীত এই নতুন ছবিটি। অবশেষে গত ৫ জুলাই ভারতে মুক্তি পেল তুফান। আর সেই ছবির সাফল্য কামনা করে 🅺এদিন কালীঘাটে পুজো দিলেন মিমি চক্রবর্তী।
কালীঘাটে মিমি চক্রবর্তী
শনিবার ৬ জুলাই সকাল সকাল কালীঘাটে পৌঁছে যান মিমি চক্রবর্তী। এদিন তাঁর পরনে ছিল গোলাপি রঙের চুড়িদার। সঙ্গে ম্যাচিং কানের পরেছিলেন। গিয়ে তিনি কালী মন্দিরে গিয়ে পুজো দেন। মা কালীকে জড়🅺িয়ে ধরে মনের কথা জানান অভিনেত্রী। এরপর নিজের হাতে আরতি করেন।
কালীঘাটে🔯 আশেপাশের অন্যান্য মন্দিরেও এদিন পুজো দেন মিমি। সেখান গিয়েও অঞ🅘্জলি দেওয়ার পাশাপাশি আরতি করেন। প্রসঙ্গত মিমি চক্রবর্তী বরাবরই ঈশ্বর ভক্ত। তিনি তাঁর বাড়িতেই লক্ষ্মী, সরস্বতী পুজোর আয়োজন করে থাকেন।
তুফান প্রসঙ্গে
এই বছর ইদ উল আদায় বাংলাদেশে মুক্তি পায় বহু প্ꦇরতীক্ষিত ছবি তুফান। শাকিব খান এবং মিমি চক্রবর্তী অভিনীত অ্যাকশনে ভরপুর এই ছবিটি সহজেই সকলের নজর কেড়ে নেয়। তুফান ছবিটির পরিচালনা করেছেন রায়হান রাফি। ছবিটির প্রযোজনা করেছে আলফা আই, চরকি এবং এসভিএফ। হ্যাঁ, একেবারেই তাই। এই ছবিটি আদতে দুই বাংলার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। তাই কেবল প্রযোজনার দায়িত্ব যে দুই দেশের মধ্যে ভাগ করে নেওয়া হচ্ছে সেটাই নয়। একই সঙ্গে এই ছবিতে আছেন দুই দেশের অভিনেতারাও। তুফান ছবিটিতে মুখ্য পুরুষ চরিত্রে দেখা যাবে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে। তাঁর বিপরীতে রয়েছেন এপার বাংলার মিমি চক্রবর্তী এবং ওপার বাংলার নাবিলা।
আরও পড়ুন: 'আমি সিগারেট🦩 মদ খেতে ভালোবাসি, আমি অপদার্থ মা', হঠাৎ নিজেকে নিয়ে এমন কেন বললেন স্বস্তিকা?
ইতিমধ্যেই এই ছবির দুটো গান উড়া ধুরা এবং দুষ্টু কোকিল দর꧂্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। বাংলাদেশ ছাড়াও কানাডা, ইউএসএ, বেলজিয়াম, বাহারেন, ওমান, কাতার, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ড, ফ্রান্স, ইংল্যান্ড, সুইডেন, ইত্যাদির পর এবার ভারতে কেমন সাড়া পায় এই ছবি সেটাই দেখার। বলাই বাহুল্য বাংলাদেশে এই ছবির সব শো হাউজফুল গিয়েছে বা যাচ্ছে। অন্যান্য দেশেও বিপুল সাড়া পেয়েছে তুফান। এবার ভারতে কেমন ফল করে এই ছবি সেটার দিকেই তাকিয়ে আছে সকলে।