প্রথমবার পুলিশের চরিত্রে ধরা দিতে চলেছেন মিমি চক্রবর্তী। দুর্গাপুজোর সময় মুক্তি পাচ্ছে উইন্ডোজ প্রযোজিত শিবপ্রসাদ ✨মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ছবি রক্তবীজ। এখানেই আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা মিলবে মিমি চক্রবর্তীর। এখানে তাঁর চরিত্রের নাম সংযুক্তা মিত্র। ছবিতে ফুটে উঠবে ২০১৪ সা꧅লে ঘটে যাওয়া খাগড়াগড় ব্লাস্টের কথা।
সম্প্রতি মিমি চক্রবর্তী একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি আজকাল সেই ধরনের চরিত্রই করতে চান যা তিনি আগে করেননি। আর রক্তবীজ ছবিতে তিনি ভূমি💎কায় অবতীর্ণ হবেন সেটা নাকি তাঁর সহজাত স্বভাবের সঙ্গে অনেকটাই মিলে যায়। এমনটাই মত পরিচালকদের। তাই তাঁকে এই চর꧒িত্রের জন্য বেছে নেওয়া হয়েছিল।
তবে যতই মিমি একজন সাংসদ হন না কেন, যতই বাংলা সিনে জগতের কারণে তাঁর এত পরিচিতি থাক না কেন, অভিনেত্রীর মতে এসব কারণের জন্য তাঁর জীবনে সমস্যা নেই, দুঃখ কষ্ট নেই যে এমনটা একদমই নয়। তিনি জানিয়েছেন তাঁকে তাঁর মতো করে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। অভিনেত্রীর কথাযജ়, 'আমাদের সমাজে আজও পুরুষতন্ত্র আছে। আর আমার মতো একজন মানুষ যে ভীষণ ভাবে স্বাবলম্বী এবং কোনও শর্তেই কোনও পুরুষের উপর নির্ভরশীল নয় তাঁকে তো তাঁর প্রতি পদে পদে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।'
আরও পড়ুন: 'আমি ফ্রি বার্ড, যা ⛎মনে হয় তাই করি...' রাজনীতি ভার্সেস অভিনয় কোনটা জরুরি মিমির কা♏ছে?
আরও পড়ুন: প্রথম সিরিজেই চমক! ফের উকিল হয়ে পর্দায় ধরা দেবেন মিমি? টোটা থাকছেন ক𝐆োন চরিত্রে?
তবে যতই তিনি টলি পাড়ার অতি চেনা মুখ হন না কেন তাঁকে কিন্তু সেই অর্থে টলিউডের কোনও পার্টিতে দেখা যায় না। তার পরিবর্তে তিনি তাঁর নিকট বন্ধুদের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করেন। তিনি চান এমন মানুষদের সঙ্গে সময় কাটাতে যাঁদের সঙ্গে তাঁর মানসিক য♎োগ আছে।
তবে যে তিনি কেবল পার্টিতে যান না, নিজের মতো একটা দুনিয়া বানিয়ಌে নিয়েছেন এমনটা নয়। তিনি একাধিক এমন সিদ্ধান্ত নিয়েছেন জীবনে যা সকলকে চমকে দিয়েছে। বিগ বস ১৬, খাতরো কে খিলাড়ি, ইত্যাদি থেকে অফার পেলেও সেগুলোকে নাকচ করেছেন। ইয়ারিয়াঁ ২ এর জন্য অডিশন দিলেও পরবর্তীতে সেটা কাজ করেনি। কিন্তু ক꧙েন? যেখানে বাংলার অনেকেই হিন্দি প্রজেক্টে চান্স পেলেই সেটা লুফে নিচ্ছেন সেখানে মিমি কেন এমনটা করলেন? অভিনেত্রীর মতে হিন্দি থেকে যা অফার পাব সেটাই নিয়ে নিতে হবে এমনটা তিনি মনে করেন না। তাঁর কথায়, 'বাংলা ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করার পর হিন্দিতে অন্য চরিত্রে অভিনয় করলে দর্শক, যাঁরা আমায় ভালোবাসেন, বিশ্বাস করেন তাঁদের প্রতি অবিচার করা হবে।'