রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে মিমি চক্রবর্তী। তাঁর চোখে-মুখে, ঠℱোঁটের কোণে আঘাতের দাগ স্পষ্ট। আচমকা তাঁকে এভাবে দেখলে যে কেউ আঁতকে উঠবেন বৈকি। আর ঠিক এরপরই ব্যাকগ্রাউন্ডে তাঁর গলাতেই শোনা যায়, ‘মা বলত ওকে আগলে রাখার দায়িত্ব আমার, আমি কোনওদিনও মানিনি। ছোট থেকে ভাবতাম ও অপয়া, ছোটলোক…। হঠাৎ একদিন মাকে ভগবান নিয়ে চলে গেল…। আর তারপর আমিও ওকে এই নরকে রেখে পালিয়ে গেলাম…। তারপর ওরদিকে ঘুরেও তাকাইনি।’
এই কথোপকথনের মাঝে দেখা 𒆙মেলে দুই শিশুর। বল নিয়ে খেলতে দেখা যায় তাদের। ঠিক এরপরেই তরুণীর বে🧔শে দেখা মেলে মিমির, তাঁর অপর পাশে আরও এক তরুণী। ভাবছেন তো এসব কী বলছি?
২১ ফেব্রুয়ারি, 'ডাইনি'র অ্যানাউন্সমেন্ট টিজারে এভাবেই দেখা মিলেছে মিমি চক্রবর্তীর। তবে এখানে তিনি মিমি নন, তাঁর নাম ‘পাতা’। এই 'ডাইনি'-র গল্প পাতা ও তাঁর বোন লতাকে নিয়ে। ঠিক পর মুহূর্তেই কাটারি হাতে তুলে নিয়ে রণং দেহি মেজাজে দেখা মেলে 'পাতা' মিমির। তাঁকে বলতে শোনা যায়, ‘এরপরে ওর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তাহলে তাণ্ডব হবে।’ চারিদিকে তখন আগুন জ্বলতে দেখা য়ায়। ছুটে এসে কারোর উপর কোপ মারতে দেখা যায় তাঁকে।🌸 ব্যস ওই পর্যন্তই। এরপরই পর্দায় বড় বড় করে লাল হরপে ফুটে ওঠে 'ডাই🦩নি' লেখাটি। এরপর ঠিক কী ঘটবে, ঠিক কেমন এই গল্প তা জানতে হলে ১৪ মার্চ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।
আরও পড়ুন-দিব্যি পড়তে-ল🃏িখতে পারেন বাং𒈔লা, মজুমদার থেকে গুলজার হয়েও মাতৃভাষাকে ভোলেননি রাখি