যাদবপুরে এবার তৃণমূলের প্রার্থী যুব সভানেত্রী সায়নী ঘোষ। এর আগে ওই কেন্দ্রে দাঁড়িয়ে জয়লাভ করে প্রথমবার সাংসদ হন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে দিন কয়েক আগে মিমি জানিয়েছিলেন, আর൩ প্রার্থী হতে চান না তিনি। সেই মতোই রবিবার ব্রিগেডে তাঁকে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়নি। এখন আবার সিনেম🌃ার কাজে মন দিয়েছেন মিমি।
এ সবের মধ্যেই বাড়ি বসে নিজের দেরাজের ছবি পোস্ট করলেন মিমি চক্রবর্তী। সেখানে তাকে সারি সারি জুতো সাজিয়ে রাখা। ব্যালে ফ্♋ল্যাট, পাম্প, ফ্লিপ ফ্লপ, হাই হিল থেকে ফ্ল্যাট। প্রায় সব ধরনের মূল্যবান জুতোই রয়েছে মিমির কা🃏লেকশনে। মিমির জুতোর এই ছবি দেখে অবাক ভক্তরা! হাসির ইমোজি দিয়ে ছবিতে লিখেছেন, ‘শুধু এটুকুই…’। দেখুন সেই ছবি-
আরও পড়ুন: প্রশ্নের মুখে๊ রাজনৈতিক জীবন! কোন জিনিসে শান্তি খুঁজছেন নুসরত
এ দিকে সদ্য নতুন ছবির ঘোষণা হয়েছে মিমির। সেই ছবিতে ওপার বাংলার শাকিব খানের নায়িকা হচ্ছেন মিমি।😼 দুই বাংলার উদ্যোগে আসছে নতুন ছবি ‘তুফান’। ছবিটির পরিচালনা করেছেন রায়হান রফি। তুফান ছবিটিতে মুখ্য পুরুষ চরিত্রে দেখা যাবে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে। তাঁর বিপরীতে থাকবেন এপার বাংলার মিমি চক্রবর্তী এবং ওপার বাংলার নাবিলা।
ছবিটির প্রযোজনা করেছে আলফা আই, চরকি এবং এসভিএফ। হ্যাঁ🎶, একেবারেই তাই। এই ছবিটি আদতে দুই বাংলার যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে। তাই কেবল প্রযোজনার দায়িত্ব যে দুই দেশের মধ্যে ভাগ করে নেওয়া হচ্ছে সেটাই নয়। এক🏅ই সঙ্গে এই ছবিতে থাকবেন দুই দেশের অভিনেতারাও।
তুফান ছবির বিষয়ে মিমি জানিয়েছেন, ‘বাংলাদেশের নানা কাজ, নানা অনুষ্꧂ঠানে গিয়েছি। কারণ যাই হোক না কেন, সেই দেশে যাওয়া মানেই একটা আলাদা আনন্দ পাওয়া। তার সঙ্গে এবার প্রথমবারের জন্য বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজ করব ভেবে আরও উৎসাহ বোধ করছি। দর্শকদের দারুণ আকর্ষণীয় কিছু উপহার দেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি’।
সাংসদ পদ ছাড়ার কথা কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। শুধু তাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এক চিঠিও দেন তিনি। চিঠির বয়ানে মি𒐪মি লেখেন, ‘গত পাঁচ ༺বছরে আমাকে রাজনৈতিকভাবে অপদস্থ করা হয়েছে। আমি দলের সৈনিক হিসেবে থাকব। এই অপমান, উপেক্ষা আর নিতে পারছি না’। এর পরেই এ দিন ব্রিগেডের মঞ্চে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের দিন যাদবপুর কেন্দ্রে মিমিকে প্রার্থী হিসেবে দাঁড় না করার সিদ্ধান্ত জানিয়ে দেয় তৃণমূল।