১১ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে মির্জা। অভিনেতা অঙ্কুশ হাজরার প্রযোজনায় প্রথম সিনেমা। ছবিতে মুখ্য চরিত্রে আছেন তিনই। আর ছবির নায়িকা ঐন্দ্রিলা সেন। অভিনেতার দাবাং লুক...প্রথম থেকেই উৎসাহ বাড়িয়েছে দর্শকদের। 🌟ট্রেলারের অ্যাকশন দৃশ্য তো, জমজমাট হিট। এখন শুধু সিনেমা মুক্তি পাওয়ার অপেক্ষা।
তবে সিনেমা মুক্তি পাওয়ার আগে বড় বার্তা নিয়ে এলেন অঙ্কুশ। সামাজিক মাধ্যমে রটেছে, পর্যাপ্ত হল পাচ্ছে না মির্জা! সত্যিই কি তাই? বুধবার একটি ভিডিয়ো পোস্ট করলেন অঙ্কুশ। যেখানে তাঁকে বলতে শোনা গেল, ‘সোশ্যাল মিডিয়ায় চারিদিকে উত্তাল, মির্জা হল পাচ্ছে না। যারা বলছেন, জানমি তাঁরা বাংলা সিনেমার প﷽াশে থাকতে চান। বাংলা সিনেমার ভালো চান। আমি শুধু বলতে চাই মির্জার সঙ্গে কোনওরকম অন্যায় কেউ করছে না। মির্জা এখনকার সময় সবচেয়ে বড় রিলিজ হতে চলেছে। ১৩০-১৪০টি থিয়েটারে।’
আরও পড়ুন: পিঙ্কির রূপে মজল নেটপাড়া, স꧙োজা লম্বা চুল বদল💜ে এ কী চেহারায় এলেন কাঞ্চন প্রাক্তন
‘বিশ্বাস করুন কোনও ডিস্ট্রিবিউটর বা এক্সিবিউটꦅর মির্জার সঙ্গে কোনও অন্যায় করছে না। এতদিন ধরে হিন্দি কমার্শিয়াল ছবি যেভাবে রাজত্ব করে এসেছে। বাংলা কমের্শিয়াল সিনেমাকে একটু স্ট্রাগল করতে হবেই। সেই জায়গায় দাঁড়িয়েও, আমি নতুন প্রযোজক হওয়া ত্ত্বেও🌞, যে ভরসাটা ওঁরা আমার প্রতি দেখিয়েছেন। তাতে আমি অনেক অনেক কৃতজ্ঞ। এখনকার দিনে যেখানে লোকে বলে বাংলা সিনেমা চলছে না, সেখানে ১৪০টি প্রেক্ষাগৃহে শো পাওয়া কোনও সহজ কথা নয়। এটা হল তাঁদের আমার উপরে ভরসা।’, আরও বললেন অঙ্কুশ।
আরও পড়ুন: হীরামান্ডির দুনিয়ায় প্রবেশ মেলেনি ‘গাঙ্গুবাই’ আলিয়ার, ব🌳নশালিকে নিয়ে কী লিখলেন রাহার ♋মা
বাংলা সিনেমাকে চালানোর অনেকটা দায় যে দর্শকদের, তাও স্পষ্ট করে দিলেন অভিনেতা-প্রযোজক। বললেন, ‘আর যারা বাংলা সিনেমার পাশে দাঁড়াতে চাইছ, সোশ্যাল মিডিয়ায় এভাবে হল্লা করার চেয়েও, তোমরা সপরিবারে হলে গিয়ে মির্জার মতো ভালো বাংলা কমারꩵ্শিয়া সিনেমা দেখো। আজ তোমরা হল ভরাবে। কালকে কাউকে প্রতিবাদ করতে হবে না। দেখবে আগে বাংলা ছবি শো পাচ্ছে। তারপর হিন্দি সিনেমা। অতীতের রেকর্ড অনুসারে, হলে যদি হিন্দি সিনেমাই রাজত্ব করে, কার কী দোষ। এটাই তো বাস্তব, আগে হিন্দি ছবিকে সাজিয়ে দেওয়া হবে। পরে বাংলারটা দেখা হবে।’
আরও পড়ুন: কাঞ্চনের সঙ্গে শোভনকে তুলনা! প্রাক্তনকে সোহিনীর বꦇিয়ে প্রসঙ্গে ইমন বলে উঠল, ‘আমি পরের পাতা…’
সবশেষে নিজের অনুরাগীদের হলে গিয়ে মির্জা দেখতে অনুরোধ করলেন। সপরিবারে যেন তাঁরা সিনেমাটি দেখে, সেই নিবেদনই রাখলেন ভিডিয়োতে। বললেন, ‘অনেক ধন্যবাদ সকলকে মির্জার পাশে দাঁড়ানোর জন্য। তবে সোশ্যাল মিডিয়ায় পাশে দাঁ𓆉ড়িয়ে কোনও লাভ হবে না। পাশে দাঁড়াতে হলে দয়া করে তোমরা হলে গিয়ে দেখো। ১১ এপ্রিল, কালকেই (বৃহস্পতিবার) মুক্তি পাচ্ছে মির্জা। ইদের সময়। পয়লা বৈশাখও আছে। বড় উইকেন্ড। তোমরা গিয়ে বাংলা ছবি দেখো। যত তোমরা বাংলা ছবি দেখবে, বাংলা ছবি ভালো জায়গা পাবে।’