বিরাট কোহলির শতরানের উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজের সামনে রানের পাহাড় খাড়া করেছে ভারত। বিরাটের পাশাপাশি রোহিত, যশস্বী, জাদেজার ব্যাট থেকে এসেছে অর্ধশতরান। হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন অশ্বিনও, কিন্তু ব্যাট হাতে ব্যর্থ আইপিএলের রান মেশিন শুভমন গিল এবং তাঁর অভিন্ন হৃদয় বন্ধু ইশান কিষান। ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে মাত্র ১০ ও ২৫ রান করেই সাজঘরে ফিরেছেন তাঁরা। ব্যাট হাতে রান না এলেও ফুরফুরে মেজাজেই পাওয়া গেল টিম ইন্ডিয়ার দুই তারকা ক্রিকেটারকে। আরও পড়ুন-৭ মাসেই বন্ধ🎶 হচ্ছে স্বস্তিকার ‘তোমার খোলা হওয়া’, কাদের ভীষণ মিস করব༒েন ঝিলমিল?
ম্যাচের ফাঁকে স্টেডিয়ামের বাইরে ত্রিনিনাদ-টোবাগোর মিস ওয়ার্ল্ড প্রতিযোগি অ্যাসে আব্রাহামসের সঙ্গে দেখা গেল ইশান,শুভমনকে। হাসিমুখে সুন্দরীর সঙ্গে ফটো তুললেন তাঁরা। স🐲াদা রঙা টি-শার্ট আর কালো জিনসে ধরা দিলেন আব্রাহামস। ভারতীয় ক্রিকেট তারকাদের সঙ্গে দেখা করে খুশি তিনি। রেভ স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এই সুন্দরী বলেন, ‘আমার খুব ভালো লাগল ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্মের সঙ্গে দেখা করে ভালো লাগল। ওঁরা খুব মিষ্টি। এই বছর ডিসেম্বরে মুম্বইতে মিস ওয়ার্ল্ড অনুষ্ঠিত হবে, তার আগে ভারতীয় দলের সাথে দেখা করে ভালো লাগল’। ত্রিনিনাদ-টোবাগোর এই সুন্দরী জানান, গিল তাঁকে জানিয়েছেন ভারতীয়রা উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত। ভারত-সফর তাঁর জন্য স্মরণীয় হবে।
গিল ও ইশানের সঙ্গে অ্যাসে আব্রাহামসের ছবি দেখে মজা নিচ্ছে নেটিজেন🍃রা। একজন লেখেন, ‘দুই ভাইয়ের তো খুশির ঠিকানা নেই, হাসি আর ধরছে না’। অপর একজন ‘উফ তিনজনের মুখ দেখো🤪….কী খুশি’। বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইশান ও শুভমনের বন্ধুত্ব। দুজনের ব্রোম্যান্স নিয়ে চর্চা থামছে না নেটপাড়ায়। সম্প্রতি সোশ্যালে ভাইরাল স্টাম্প মাইকের একটি অডিও ক্লিপ, ম্যাচের মাঝখানে শুভমনকে ইশানের উদ্দেশে বলতে শোনা গিয়েছে, ‘টি-শার্ট তুলে আমার ঘাম চাটবি?’ জবাবে ইশান বলেন- ‘পাগল হয়ে গেলি নাকি?’
চলতি বছর ৯ই ডিসেম্বর মায়ানগরীতে বসবে ☂বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আসর। সেখানেই ত্রিনিনাদ-টোবাগোর প্রতিনিধিত্ব করবেন অ্যাসে আব্রাহামস। এই নিয়ে দ্বিতীয়বার এই সৌন্দর্য প্রতিযোগিতা আয়োজনের সৌভাগ্য হয়েছে ভারতের। যেখানে পোল্যান্ডের ক্যারোলিনা বিএলস্কার উত্তরসূরীকে বেছে নেওয়া হবে ৯🍒৩টি দেশের সুন্দরীদের মধ্যে থেকে। শেষবার ১৯৯৬ সালে মিস ওয়ার্ল্ডের আয়োজন করেছিল ভারত, দীর্ঘ ২৩ বছর পর মিস ওয়ার্ল্ড ফিরছে এদেশে। প্রতিযোগিতার ভারতের প্রতিনিধিত্ব করবে সিনি শেট্টি।