শুক্রবার, ১৬ ডিসেম্বর মুক্তি পেল সি𒁏দ্ধার্থ মালহোত্রার নতুন ছবি ‘মিশন মজনু’র টিজার। গুপ্তচর সিদ্ধার্থ নিজেই এই থ্রিলার ঘরানার ছবির টিজার টুইটারে পোস্ট করেন। আর সেখানে লেখেন, 'এই মজনুর কাজ করার ধরনটা একদমই আলাদা। সবার সামনে নিয়ে এꩵলাম মিশন মজনু ছবির অফিসিয়াল টিজার। আগামী ২০২৩ এর ২০ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি।'
১৯৭১ সাল। ভারত-পাকিস্তানের যুদ্ধের আবহ, ফাইটার জেট, গোলা-বꦬারুদ থেকে নেহরু সবই ফুটে উঠবে পর্দায়। দেশে রয়েছে চাপা উত্তেজনা, ভয়। আর সেখান থেকেই শুরু হচ্ছে এই টিজার। আর এই দৃশ্যের নেপথ্যে বেজে চলতে থাকে আমাদের দেশের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, কেন্দ্রীয় সরকারের ফরেন ইন্টেলিজেন্স এজেন্সির গুরুত্ব, মহিমা, তার কাজ করার ধরন। আর তারপরই দেখা যায় একটা চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মারছেন সিদ্ধার্থ। ট্রেনটা দেখে মনে হয় সেটি একটা পাকিস্তানি ট্রেন। কিন্তু তিনি হঠাৎ পাকিস্তানে কেন? ট্রেন থেকে ঝাঁপই বা মারছেন কেন বোঝা যায় না। কেবল তাঁকে বাইরে ঝুলতে দেখা যায়।
তিনি এরপর লাফ মেরে চলন্ত ট্🔯রেনের উপর উঠে পড়েন এবং দুটো কোচের মাঝে দাঁড়িয়ে থাকেন। বলিউডের চিরাচরিত এই দৃশ্য আরও একবার নতুন আঙ্গিকে ধরা পড়ল এই ছবিতে। এরপর দেখা যাবে দুষ্কৃতীদের গুলি থেকে তিনি নিজেকꦍে কী করে বাঁচাচ্ছেন। খুব চেনা দৃশ্য, তবুও নতুন ভাবে।
আরেকটি দৃশ্যে সিদ্ধাথের সঙ্গে রশ্🔯মিকা মন্দানাকে দেখা যায়। তবে এমনই নয়, বিয়ের পোশাকে। এছাড়া এই টিজারে দর্শকদের মনে উত্তেজনা বাড়ায় বম্ব ব্লাস্ট, ফাইটার প্লেন, জলের নিচে শ্যুটিংয🌌়ের দৃশ্যর মাধ্যমে।
তবে নজর কাড়ল এই ছবির টিজারের শেষ দৃশ্যꦚ। সেখানে অভিনেতা বলে ওঠেন, 'ভারতকে সুরক্ষিত রাখতে আমি সব করতে পারি।' তখন তাঁকে একজন বন্দুক রাখার কথা বললে তিনি উত্তর দেন, 'লাগবে না, আমার কাজ করার ধরন আলাদা।'
এই ছবিটির পরিচালনা করেছেন শান্তনু বাগচী। ১৯৭০ -এর সময়ের প্রেক্ষাপট উঠে এসেছে এই ছবিতে, যেখানে সিদ্ধার্থ অভিনয় করবেন একজন র-এর এজেন্ট হিসেবে। পাকিস্তানের মাটিতে ಌতাঁকে একটি গোপন অপারেশন নিয়ে যেতে দেখা যাবে এই ছবিতে। তারপর? সেটা ছবি দেখেই জানা যাবে। আগামী বছরের ২০ জানুয়ারি এই ছবিটি ওಞটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে। সিদ্ধার্থ, রশ্মিকা ছাড়াও এই ছবিতে দেখা যাবে কুমুদ মিশ্র, পারমিত শেঠি, মীর সারওয়ার, জাকির হোসেন প্রমুখকে।