ভারতীয় সিনেমায় অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। ৩০ সেপ্টেম্বর, সোমবার, কেন্দ্রীয় মন্ত্ꦍরী অশ্বিনী বৈষ্ণব টুইট করে এই খবর ঘোষণা করেছে🌃ন।
অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে (টুইটে) লেখেন, ‘দাদাসাহেব ফালকে বাছাই জুরি কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ভারতীয় চলচ্চিত্রে তাঁর আইকনিক অবদানের জন্য পুরস্কৃত 🏅করার সিদ্ধান্ত নিয়েছে। ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।’
অশ্বিনী বৈষ্ণব আরও লেখেন, 'মিঠুন দা'র অসাধারণ সিনেম্যাটিক সফর সব প্রজন্মের কাছে অনুপ্রেরণা। সিলেকশন জুরি কিংবদন্তি অভিনেতাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় চলচ্চিত্রে মিঠুনজি'র অসামান্য অবদান রয়েছে।' ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে মিঠুন চক꧟্রবর্তীকে দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। তাঁর সেই টুইট পরে সংবাদ সংস্থা ANI-এর তরফে রি-টুইট করা হয়।
মিঠুন চক্রবর্তীকে শুভেচ্ছা জানান খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।ꦡ
আরও পড়ুন-দীর্ঘ ৪ বছরের অপেক🔜্ষা, আবারও ছোটপর্দায় ফি𓂃রছেন টেলি দর্শকদের প্রিয় 'বকুল' ঊষসী রায়