শহরে আবার জমে উঠ🎐বে কাবুলিওয়ালা আর খোঁকির গল্প। আর তারই প্রথম ঝলক এল প্রকাশ্যে। মুক্তি পেল সুমন ঘোষ♛ পরিচালিত আসন্ন ছবি কাবুলিওয়ালার ট্রেলার।
কাবুলিওয়ালা ছবির ট্রেলার
সোমবার, ৪ ডিসেম্বর মুক্তি পায় দেব অভিনীত প্রধান ছবির ট্রেলার। সেটার সঙ্গে টেক্কা দি⭕য়ে মুক্তি পেল মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালার👍 ট্রেলার। দুটো ছবিই একদিনে মুক্তি পাবে। ফলে প্রথম থেকেই জমে উঠল টক্কর।
সুমন ঘোষ পরিচালিত কাবুলিওয়ালা ছবিতে নাম ভূমিকায় অর্থাৎ রহ꧑মতের চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। সেই লম্বা জোব্বা, পায়জামা, পাগড়ি আর সঙ্গে কাঁধে সেই বিখ্যাত ঝোলা, ঠিক যেন বইয়ের পাতার কাবুলিওয়ালাই। সেই অবাঙালি টান কথায়। সোজা ভাষায়✅ বলতে গেলে এই ছবির প্রথম ঝলক উসকে দিল বাঙালির নস্টালজিয়া। কারও মনে পড়ল বইয়ের পাতার সেই গল্প, কেউ ফিরে গেলেন ১৯৫৭ সালে মুক্তি পাওয়ার ছবির স্মৃতিতে।
আরও পড়ুন: 'এই আমার অত বয়স মোটেই💜 নয়...' দাদাগিরিতে ♓আলোর কোলের আয়েশাকে ধমক সৌরভের, কী হল?
কাব♏ুলিওয়ালা ছবির ট্রেলারে উঠে এসেছে মিনি আর কাবুলিওয়ালার প্রথম সাক্ষাতের সেই দৃশ্য থেকে তাঁদের বন্ধুত্বের সূচনার গল্প। আছে আফগানিস্তানে কাবুলিওয়ালার সংসার, মেয়ের ঝলক। সেই ভাঁজ করা পাতায় মেয়ের হাতের ছাপ থেকে কাবুলিওয়ালার জেলে চলে যাওয়া সবটাই টুকরো ভাবে উঠে এসেছে এই দুই মিন🧜িট পাঁচ সেকেন্ডের ভিডিয়োতে। আর ছোট্ট ক্লিপেই নজর কেড়েছে ছোট্ট মিনি ওরফে অনুমেঘা কাহালি। তাঁর বাবা মায়ের চরিত্রে এক ঝলক দেখা মিলল আবির এবং সোহিনীরও। ঘরোয়া বাঙালি গৃহবধূর চরিত্রে অল্প দৃশ্যেই নজর কাড়লেন অভিনেত্রী। আছে বেশ কিছু আইকনিক সংলাপও।
আরও পড়ুন: বাংলার প্রতি গ্রাম থেকে চলছে নারী পাচার! দাদাগিরির মঞ্চে সমাজস💃েবিকার কথায় চমকে উঠলেন সৌরভ