মহম্মদ শামি এখন তাঁর জীবনে অতীত, তবে তাতে কী! প্রচারে থাকতে আর প্রাক্তন স্বামী শামিকে লাগ🎶ে না হাসিনের। সোশ্যাল মিডিয়ার দৌলতে নিত্যদিনই কোনও না কোনও কারণে চর্চায় থাকেন শামির বিচ্ছিন্না স্ত্রী হাসিন জাহান। আর ২ ফেব্রুয়ারি ছিল হাসিনের জন্মদিন। ওইদিন নেচে গেয়ে, লাইভ করে চর্চায় থাকলেন শামির প্রাক্তন স্ত্রী।
নিজের জন্মদিন উদযাপনের নানান ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হাসিন জাহান। তারই একটা ভিডিয়োতে সাদা স্কার্ট, কালো টপ পরে 'বুড্ডা মিল গয়া' গানে ছাতা হাতে নাচতে দেখা যায় হাসিনকে। ভিডিয়োর ক্যাপশানে নিজেই নিজেকে জন্মদিনের শুভেচ্ছা 🧔জানিয়েছেন হাসিন। আরও একটি ভিডিয়োতে মেয়ে আইরা সহ পরিবারের অন্যান্যদের সঙ্গে নিয়ে কেক কাটতে দেখা যায় হাসিন জাহানকে। ইনস্টাগ্রাম লাইভে তুলে ধরেন সেই সেলিব্রেশনের ভไিডিয়ো। সেখানে কেক কাটতে কাটতেই হাসিন বলে ওঠেন, ‘দেখো তো লাইভ হচ্ছে কিনা! আবার কখনও সকলের উদ্দেশ্যে বলেন, তালি বাজাও সকলে।’
আরও পড💮়ুন-প্রয়াত স্বামীর সঙ্গেই বিবাহবার্ষিকী কাটালেন পৌষমিতা! স্ত্রীর পোস্টে উত্তর দিলেন অর্ণবও
আরও পড়ুন-ভোলবদলে 'অ🍎্যানিম্যাল' রণবীর হচ্ছেন পুরুষোত্তম রাম, লন্ডনে তৈরি হচ্ছে যশের লঙ্কা! 🍬শ্যুটিং শুরু কবে?