🍨তিনি এভারগ্রিন। তিনিই ‘ইন্ডাস্ট্রি’। আজ জন্মদিন বলিউডের সুপুরুষ নায়ক, হ্যান্ডসাম হাঙ্ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। ৩০ সেপ্ꦇটেম্বর ৬১ বছরর জন্মদিন পালন করছেন বুম্বাদা। আর এই বিশেষ দিনে, শুভেচ্ছাবার্তা এল কাছের মানুষের কাছ থেকে।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়✨ের জনসংযোগ আধিকারিক মোহর সেন, যিনি ꧙গায়ক দুর্নিবার সাহা-র স্ত্রী, একটি মিষ্টি ছবি দিলেন শুভেচ্ছা জানাতে। যেখান দেখা গেল একটি বাচ্চাকে কোলে নিয়ে আদর করছেন অভিনেতা। গালে বসিয়েছেন চুমু। জানেন কে সেটি?
এটি হল মোহর ও দুর্নিবারের ছেলে ধিয়ান। ওর অন্নপ্রাসনে তোলা হয়েছিল ছবিখানা। সেটিই ফের শেয়ার করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। ‘আমাদের জীবনের এই অস🎉াধারণ মানুষটাকে জন্মদিনের অেক শুভেচ্ছা। তোার স্মার্টি খুব ভালোবাসে তোমাকে। হ্যাপি বার্থ ডে B।’
আরও পড়ুন: ত♚ৈমুর দাদা ও জেহ ভাইয়ের আদরে মাখ🌼া, সোহা-কুণাল-কন্যা ইনায়ার ৭ বছরের জন্মদিনের ছবি
বলে রাখা ভালো, নিজের মেꩲয়ের মতোই প্রসেনজিৎ ভালোবাসেন মোহরকে। নিজে দাঁড়িয়ে তিনি বিয়ে দিয়েছিলেন দুর্নিবারের সঙ্গে। সেই কারণে, কম ট্রোল হতে হয়নি অভিনেতাকেও। কারণ এটা ছিল দুর্নিবারের দ্বিতীয় বিয়ে। আর সেই সময় সারেগামাপা-খ্যাত গায়কের বিয়ে ভাঙা নিয়ে ট্রোল চলছিল সোশ্যাল মিডিয়াতে ভরপুর।
আরও পড়ুন: 'প্রভাস জোকার…', নিজের করা মন্তব্য নিয়𒐪ে তৈরি হওয়া বিতর্কে মুখ খুললেন আরশাদ!
এই ৬১ বছরে 🐟এসেও কিন্তু প্রসেনজিৎ চট🌞্টোপাধ্যায়ের হাতে ভরে ভরে সিনেমা। বলা ভালো, এখনও অঘোষিতভাবে বাংলা ইন্ডাস্ট্রির মেরুদণ্ড তিনি। ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে জুটিতে অযোগ্য ছবিতে। যা ছিল তাঁদের ৫০ তম কাজ একসঙ্গে।
আরও পড়ুন: অবশেষে শখ পূরণ লগ্নজিতার! পুজোর আগে কী করলেন?
পুজোতেও এসভিএফের প্রযোজনায় ও রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় প্রসেনজিতের বড় পর্দায় আসার কথা ছিল। তবে নানা কারণে ক্রমাগত সে ছবির কাজ পিছিয়ে যেতে থাকে। একে তো দেরি করে কাজ শুরু ๊হওয়া, তারপর রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করা নিয়ে ঝামেলা, এরপর শোনা যেতে থাকে, সেই ছবির গল্পের সঙ্গে নাকি মিল রয়েছে আরজি করের ঘটনায়। ব্যস আর কী, ছবি চলে যায় বিশ বাঁও জলে। ফলে এবার পুজোয় দেখা যাবে না বুম্বাদাকে।
আপাতত দর্শক অধীরে প্রসেনজিৎকে ভবানী পাঠক হিসেবে দেখতে। কপালে রক্ততিলক, মাথায় লাল ফেট্টি, গলায় রুদ্রাক্ষের মালা, গাল ভর্তি চাপ দাড়ি-গোঁফ আর তীক্ষ্ম চাউনি, এভাবেই দেখা গিয়েছে তাঁকে ফার্স্ট লুকে। বাংলার দোর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞী 'দেবী চৌধুরাণী♋' হিসেবে থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়া হরবল্লভ রায় রূপে সব্যসাচী চক্রবর্তীকে, রঙ্গরাজ বেশে অর্জুন চক্রবর্তীকে, নিশি রূপে বিবৃতি চট্টোপাধ্যায়কে, সাগর বেশে দর্শনা বণিককে, ব্রজেশ্বর রায় রূপে কিঞ্জল নন্দকে যাবে এই ছবিতে।