ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বেহালার এই বাঁ হাতি ব্যাটার শুধু ২২ গজে নয়, ক্রিকে🎉ট প্রশাসক হিসাবে ২২ গজের বাইরেও দক্ষতার ছাপ রেখেছেন। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফুটবল প্রেম কারুর অজানা নয়। একটা সময় বল পায়ে মাঠ দাপিয়ে বেড়ানোর স্বপ্ন দেখতেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’। সুযোগ পেলেই আজও ফুটবল পায়ে নেন দাদা।
দাদাগিরি-র সাম্প্রতিক এপিসোডে হাজির হয়েছিলেন সুরের জগতের মানুষেরা। সেখানে দেখা মিলল ফুটবলের বিরাট ফ্যান জয় সরকার ও মন🔥োময় ভট্টাচার্য। সৌরভ এদিন মনোময়কে প্রশ্ন করেন, ‘ফুটবল খুব প্রিয়?’ জবাব আসে, ‘ওরে বাবা পাগল…’। জয়ের ফুটবল প্রীতির কথা দাদা তুলতেই, মনোময় জয়কে ‘অ্যান্টি-ক্লাব’এর সমর্থক বলে তোপ দাগেন। মনোময় বলেন, ‘না, জয়ের সঙ্গে ফুটবল মাঠে খুব বেশি দেখা হয় না, ও অ্যান্টি-ক্লাব তো।’ জয় সরকার যে সবুজ-মেরুনের সমর্থক তা কারুর অজানা নয়।
মনোময়ের পাশে দাঁড়ানো ‘গেরুয়া’ খ্যাত বাঙালি গায়িকা অন্তরা মিত্র বলেন, ‘ও তুমি ইস্টবেঙ্গল….’ এরপরই দুজনে হাত মেলান এবং একসঙ্গে বলে ওঠেন, ‘জয় ইস্টবেঙ্গল’। তারপরেই খানিক অভিমানের সুরে সৌরভের উদ্দেশ্য অন্তরা বলেন, ‘তুমি তো মোহনবাগান…’। হাসিমুখে সৌরভ জানান, ‘আমি দু-দিকেই।’ মহ💖ারাজের জবাব শুনে হাসি থামেনি জয় সরকারে। কারণ সৌরভের ঝোঁক যে মোহনবাগানের দিকেই বেশি, সেটা অজানা নয় কারুর।
এদেশীয় মানেই মোহনবাগান আর কারুর শিকড় ওপার বাংলার হলেই যে ইস্টবেঙ্গলের সমর্থক হবে সেই ধারণা মিথ, তাও বলেন মনোময় ও জয়। কারণ ঘটি হয়েও লাল হলুদের অন্ধভক্ত মনোময়, অন্যদিকে বাঙাল জয় সরকার মনেপ্রাণে বাগান সমর্থক।
এদিন জয় সরকারের ক্রীড়া প্রীতির তারিফ করে সৌরভকে বলতে শোনা গিয়েছে, ক্রিকেট বা ফুটবল, কোনও ম্যাচ থাকলেই জয় সরকারের তরফে টিকিটের আবদার আসে তাঁর কাছে। এবং সেই আবদার মেটাতে ভালোবাসেন সৌরভ। কারণ নিজে এত সফল মিউজিক মিউজিক ডিরেক্টর হওয়া সত্ত🍃্বেও খেলা দেখতে পৃথিবীর নানান প্রান্তে ছুটে যান জয়। তাঁর স্ত্রী লোপামুদ্রা মিত্র জোর গলায় জানান, জয়ের প্রথম ভালোবাসা মিউজিক আর দ্বিতীয় ফুটবল।
ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর ফুটবল প্রশাসনে মন দিয়েছিলেন সৌরভ। শুরুর দিন থেকে অ্যাটলেটিকো ডি কলকাতার অন্যতম কর্ণধার ছিলেন। পরবর্তীতে মোহনবাগানের সঙ্গে এটিকে মিশে গিয়েছে, নতুন দলের নাম হয়েছিল এটিকে মোহনবাগান। আর ২০২৩-২৪ মরশুম থেকে মোহনবাগানের নামের সামনে থেকে উঠে গিয়েছে এটিকে। নয়া দলের নাম হয়েছে মোহনবাগান সুপার জায়ান্𓂃ট। তারইমধ্যে ভারতীয় ক্রিকেট ไবোর্ডের প্রেসিডেন্ট থাকার কারণে স্বার্থের সংঘাতের কারণে ২০২১ সালে এটিকে মোহনবাগান (তৎকালীন) থেকে সরে দাঁড়িয়েছিলেন সৌরভ।