সোমবার দিনভর কুণাল-দেবাংশুকে নিয়ে উত্তপ্ত নেটপাড়া। অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যকে নিয়ে করা দুই নেতার ফেসবুক পোস্ট ঘিরে চলছে কাটাছেঁড়। এর মাঝেই সাফাই দিলেন কুণাল ঘোষ। বললেন, 🧜‘আমি আক্রমণের প্ররোচ𝐆ণার বদলে রসিকতা করেছি, মহিলা বলেই উনি পার পেয়ে যাবেন?’ পালটা প্রশ্ন তৃণমূল নেতার। তৃণমূল মুখপাত্রের অভিযোগ ওই অভিনেত্রী প্রকাশ্যে দেবাংশু ও কুণাল ঘোষকে আক্রমণের প্ররোচনার হুমকি দিয়েছেন।
আরও পড়ুন-'ওদের লেভেলে নামতে পারব নܫা, ওটা আমার শিক্ষা নয়', দেবাংশু-কুণালকে মোক্ষম জবাব মৌসুমীর
এর জেরে অভিনেত্রꦏীকে কুণাল দেবাংশুর হবু বউ হিসাবে বেছে নেন। অন্যজন বললেন ‘দজ্জাল’ তকমা দিয়ে মৌসুমীর ‘বদন’ নিয়ে মন্তব্য করেন। সেই নিয়ে ছিছিকার নেটপাড়ায়। দেবাংশু জানান মৌসুমীর সঙ্গে তাঁর বিয়ে টিকবে না,কারণ মহিলা ‘দজ্জাল’। এই কুরুচিকর আক্রমণ নিয়ে মৌসুমীর পাশে দাঁড়িয়েছেন শ্রীলেখা মিত্র, সুদীপ্তা চক্রবর্তীরা। গোটা ঘটনা নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলায় মুখ খুললেন মৌসুমীর স্বামী, অভিনেতা দীপাঞ্জন জ্যাক ভট্টাচার্য।
অভিনেতা বলেন, 'আজকে মানুষ যদি কোনও আন্দোলন করে বা অন্যায়ের প্রতিবাদ করে, তাহলে সেটা ব্যক্তি আক্রমণে নিয়ে আসা হচ্ছে। যারা এই কথাগুলো বলছে, তাদের চরিত্রটাও মানুষের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি যদি 𒁏ভুল না হই,তাহলে তো আমার গায়ে লাগার কথা নয়। আত্মপক্ষ সমর্থনে তারা ব্যক্তিগত আক্রমণ করেছে, হয়ত সেই স্বাধীনতা সরকার দিয়ে রেখেছে। তবে এই আক্রমণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। যাদের উপর আক্রমণ হচ্ছে, তাদের পাশেই আম জনতা রয়েছে।'
ঠিক কী বলেছিলেন মৌসুমী? এক ইউটিউব চ্যানেলের ক্যামেরায় অভিনেত্রী বলেন, ‘পাবলিক যেদিন হাতে পাবে, সেদিন ওদের (কুণাল ঘোষ ও দেবাংশু) কে বাঁচাবে আমি দেখব… মমতা বন্দ্যোপাধ্যায় কি🅰ন্তু ওদের বাঁচাতে আসবে না’। এই বক্তব্যের প্রেক্ষিতে কুণাল ঘোষ লেখেন- 'হ্যাঁ রে দেবাংশুর, তোর পাত্রী দেখার কাজটা এগোব? তোর সঙ্গে বেশ মানাবে। রাগের মধ্যেই🦹 থাকে অনুরাগের বীজ। তাছাড়া, কেমন সংস্কার মানে, স্বামীর নাম মুখে আনতে চায় না। আমার তো নিজেকে এখনই ভাসুর ভাসুর লাগছে।' জবাবে যুবনেতা বলেন, 'গলা শুনেই মনে হচ্ছে বড় দজ্জাল মহিলা গো! বিনয় কোঙ্গারের মত 'লাইফ হেল' করে দেবে…'।
এই প্রসঙ্গে মৌসুমীর স্বামী বললেন, ‘আজকের আন্দোলনটা তো একজন মহিলার উপর ঘটা ন্যক্কারজন একটা ঘটনার জন্য। সেখানে দল-মত নির্বিশেষে গোটা রাজ্যের মানুষ কোনও রং ছাড়া, পতাকা ছাড়া মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এটা সাধারণ মানুষের আন্দোলন। আর সাধারণ মানুষ হিসাবে নিজের🉐 সাংবিধানিক অধিকার থেকে একজন কিছু বলেন, সে বক্তব্য রাখতেই পারে। কিন্তু তার জন্য যদি এমন অশালীন আক্রমণ করা হয়, তার চেয়ে দুঃখের এবং লজ্জার কিছু থাকে বলে মনে হয় না।’
মৌসুমীর স্বামী হিসাবে উদ্বিগ্ন দীপাঞ্জন। বললেন, ‘একজন মহিলাকে যখন কেꦆউ এইভাবে আক্রমণ করেন, সে ক্ষেত্রে মৌসুমী শকড এবং ভীত, কারণ আজকে তারা (কুণাল ঘোষ ও দেবাংশু) যেমন প্ররোচণা দিচ্ছে, তাতে যদি সেই মহিলার (মৌসুমীর) কিছু হয়ে যায় তাহলে তার দায়ভার কে নেবে?’
এই প্রসঙ্গে কি আইনি পথে হাঁটার কথা ভাবছেন তারক💛া দম্পতিꦍ? অভিনেতা জানালেন, ‘আমরা আলোচনা করছি, তবে কোনও সিদ্ধান্ত নিইনি।’