'শক্তিমান' বড় পর্দায় আসছে, এখবর⛄ পুরনো। তবে বড়পর্দায় ‘শক্তিমান’-এর আগমন নিয়ে কোনও সঠিক তথ্য পাওয়া যাচ্ছিল না। মাঝে শোনা যাচ্ছিল পরিচালক মৃণাল মুরলীর পরিচালনায় সুপার হিরো হয়ে আসবেন রণবীর সিং। তবে সঠিক কোনও তথ্য না মেলায় ছবিটি আদৌ হচ্ছে কিনা তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়। তবে অবশেষে মুখ খুললেন টেলিভিশনের ‘শক্তিমান’ মুকেশ খান্না।
ঠিক কী জানিয়েছেন মুকেশ খান্না?
অভিনেতা জানাচ্ছেন, ‘শক্তিমানকে আন্তর্জাতিক মানের করে তৈরির চেষ্টা চলছে। তবে ছবিটা অবশ্যই হচ্ছে। বেশকিছু সাবধানতা মেনে ছবিটা বানানো হবে।’ মুকেশ খান্না🌱র কথায়, ‘চুক্তি স্বাক্ষরিত হয়ে গিয়েছে। এটি অনেক বড় স্তরের ছবি হতে চলেছে। একটি ছবির জন্য ২০০-৩০০ কোটি টাকা খরচ হবে। এটি তৈরি করবে সনি পিকচার্স, যাঁরা কিনা স্পাইডার-ম্যান তৈরি করেছেন। তবে মাঝের কয়েকটা বছর করোনা মহামারী চলে আসায় দেরি হচ্ছে। আমি তো আমার চ্যানেলে🍬ও ঘোষণা করেওছিলাম যে ছবিটি হচ্ছে।’
আরও পড়ুন-সেদিন ফোনে আমি কেঁদেছিলাম, তুমি শ্যু🐼টিং ছেড়ে চলে এলে', শাহরুখ প্রসঙ্গে বল🀅লেন ফারহা
গত বছর সনি পিকচার্সের তরফেও জানানো হয়েছিল, শক্তিমান ছবি হিসাবে বান✤ানোর জন্য সত্ত্ব কেনা হয়ে গিয়েছে। এটি বড় পর্দার জন্য সুপারহিরো ট্রিলজি হিসাবে তৈরি করা হবে। মুকেশ খান্না জানিয়েছিলেন, তবে কাকে শক্তিমান হিসাবে দেখা যেতে চলেছে, তা বলার অনুমতি নেই। তাঁর কথায়, ‘শক্তিমান কোনও ছোটস্তরের ছবি নয়, এটা বড়স্তরেই হতে চলেছে। তবে এবিষয়ে আমার কিছুই জানানোর অনুমতি নেই। এখন সবথেকে বড় প্রশ্ন আমি কি শক্তিমান হচ্ছি? কে শক্তিমান চরিত্রে থাকছেন? এসব বলার অনুমতি নেই। এটা একটা বড় বাণিজ্যিক ছবি। শুধু এটা বলি, সকলেই জানেন আমি এই ছবিতে থাকছি। আমাকে ছাড়াꦓ এই সিনেমা হবে না। তবে শক্তিমান লুকে আমার উপস্থিতির কথা নেই। বেশি দেরি নেই, শীঘ্রই ঘোষণা হবে। তখনই জানতে পারবেন কে শক্তিমান হচ্ছে, কে পরিচালনা করছেন।’
১৯৯৭ সালে সালের সেপ্টেম্বর মাস থেকে দূরদর্শনে সম্প্রচা🌱রিত হয়েছিল 'শক্তিমান'। দীর্ঘ ৮ বছর চলেছিল এই টিভি সিরিজ। যেখানে মুকেশ খꦿান্না-ছিলেন সুপার হিরো 'শক্তিমান'।