মুমতাজ ও রাজেশ খান্না, একসময় হিন্দি সিনেমার অন্যতম সেরা জুটি। একসঙ্গে প্রায় ১০টি ছবিতে কাজ করেছেন তাঁরা। রাজ খান্না ছিলেন তৎকালীন হিন্দি ছবির অন্যতম সুপারস্টার। আজ, রাজেশ খান্নার মৃত্যুর বহু বছর পরও তাঁকে নিয়ে আলোচনা হয়, তাঁর স্টারডম নিয়▨ে আলোচনা হয়। তাঁর ছবির গানগুলি কালজয়ী। যার মধ্যে রয়েছে 'জয় জয় শিব শঙ্কর' থেকে 'ইয়ে রেশমি জুলফে' সহ আরও অনেক গান। আর রাজেশ খান্নার সঙ্গে যে জুটিকে নিয়ে সবথেকে বেশি চর্চা হয়, তিনি হলেন মুমতাজ।
রাজেশ খান্না আজ আর নেই, সাম্প্রতিক সাক্ষাৎকারে পছন্দের নায়ককে নিয়ে কথা বললেন মুমতাজ। কথা বলেছেন শর্মিলা ঠাক✃ুরের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতার জল্পনা নিয়েও। প্রসঙ্গত রাজেশ খান্না-শর্মিলা ঠাকুর জুটির 'আরাধনা', 'দাগ', 'অমর প্রেম'-এর মতো ছবিগুলি এখনও সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটে যায়। সম্প্রতি রেডিফ-এর সঙ্গে কথা বলার সময় মুমতাজ বলেন, ‘রাজেশ খান্না আমাকে নিয়ে একটু পজেসিভ (অধিকারবোধ ফলানো) ছিলেন। তꦕবে রাজেশ খান্না কখনওই শর্মিলাজির বিরুদ্ধে কোনও কথা বলেননি, শত্রুতাকে উস্কে দেননি। তবে আমি যখন ধর্মেন্দ্রজি বা দেবসাব ( দেব আনন্দ )-এর মতো অন্য নায়কদের সঙ্গে ফিল্মে সই করতাম, তখন উনি একটু বিরক্ত হতেন। তবে উনি যখন অন্য নায়িকাদের সঙ্গে কাজ করেছেন, তখন কিন্তু আমি কখনওই ওঁকে গালাগাল করিনি। উনি ভেবেই নিয়েছিলেন উনিই আমার মালিক। তবে আমি কিছু মনে করিনি, এর অর্থ হল উনি আমার যত্ন নিতেন।’
শর্মিলা ঠাকুরের সঙ্গে তাঁর যে প্রতিদ্বন্দ্বিতার ক✅থা শোনা যায়, সেবিষয়েও কথা বলেছেন মুমতাজ। আমি ওকে (শর্মিলা ঠাকুর) অনেক সম্মান করি। উনি আমার থেকে অনেক বেশি শিক্ষিত এবং পরিশীলিত। আমি তো মাত্র আট বছর বয়সে কাজ শুরু করেছিলাম, তাই আমি কাজের সবকিছু শিখেছি। শর্মিলা হোক বা অন্য কোনো নায়িকা, তাদের সঙ্গে আমি আলাদা করে মেলামেশা করার সময় পাইনি। তবে হ্যাঁ, আমি শর্মিলাজির চেয়ে কাকার (রাজেশ খান্না) সঙ্গে বেশি ছবি করেছি। এটা ঈশ্বরের আশীর্বাদ ছিল যে কাকার সঙ্গে আমার একট ছবিও ফ্লপ হয়নি। শর্মিলাজির সঙ্গে ওঁর সঙ্গে ফ্লপ ছিল।