ইতিমধ্যেই অস্কার ২০২৩-এ ‘বেস্ট ডকুমেন্༒টরি শর্টস’ বিভাগে জিতে নিয়েছে♊ দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। আর তারপরই সোনার পালক মুকুটে জিতে নিল আরআরআর। রাজামৌলির এই সিনেমার গান নাটু নাটু পেল ‘বেস্ট অরিজিন্যাল সং’ বা ‘সেরা মৌলিক গান’-এর সম্মান। এই বিভাগে প্রথম অস্কার এল কোন ভারতীয় ছবিতে।
এসএস রাজামৌলির আরআরআর-এর নাটু নাটু সেরা গান বিভাগে অস্কার জি🐽তেছে। এই বিভাগের অন্যান্য মনোনয়নগুলি হল - অ্যাপলস (টেল ইট লাইক আ ওমেন), হোল্ꦚড মাই হ্যান্ড (টপ গান ম্যাভেরিক), লিফট মি আপ (ব্ল্যাক পাথের ওয়াকান্ডা ফরএভার), এবং দিস ইজ আ লাইফ (এভরিথিং এভরিথিং অ্যাল অ্যাট অ্যাট এভয়্যার)।
প্রসঙ্গত, এই বিভাগে ২০০৯ সালে অস্কার জিতেছিল স্লামডগ মিলিওনেয়ার থেকে জ𒐪য় হো গানটি। সেই হিসেবে দ্বিতীয় ভারতীয় গান যা ‘সেরা মৌলিক গান’ বিভাগে অস্কার পেল।
অস্কার শুরু হওয়ার পর মঞ্চে পারফর্মও হয় নাটু নাটু গানটি। স্টেজে উপস্থিত ছিলেন কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ। দ🦩ীপিকা পাড়ুকোন, যিনি এবার অস্কারের অন্যতম প্রেসেন্টর, নাটু নাটু-র ঘোষণা করেন স্টেজে। নাচ করতে দেখা মিলল ঝলক দিখলা যা-খ্যাত লরেন গটলিব। পারফরমেন্স শেষ হলে উপস্থিত দর্শকদের থেকে ভালোবাসা পায় এই পারফরমেꦕন্স। উঠে দাঁড়িয়ে হাততালি দেয় উপস্থিতরা।
প্রসঙ্গত, এসএস রাজামৌলি পরিচালিত পিরিয়ড ফিল্ম RRR থেকে ‘নাটু নাটু’ গানটিꩲতে সুর করেছেন এমএম কিরাভানি। RRR দুই দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম ভারতীয় চলচ্চিত্র য💜া একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। নাটু নাটু প্রথম ভারতীয় গান যা অস্কারে মনোনীত হয়েছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )