কদিন আগেই নতুন হোটেলর উদ্বোধন হল নন্দিনী গাঙ্গুলীর। ডালহৌসির ফুটপাথে ভাতের দোকান চালাতেন। সেটাও ছিল ভাড়ার। তবে সেখান থেকে সোজা নিজের দোকান খুলে ফেললেন তিনি নিউটাউন চত্বরে। জা👍নুয়ারিতেই উদ্বোধন হয় সে🧸ই দোকানের।
সম𓂃্প্রতি নন্দিনীর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যা তোলা হয়েছে নিউটাউনের নতুন দোকানেই। সেখানে নিজের স্ট্রাগল নিয়ে খোলামেলা কথা 𒊎বলতে দেখা যাচ্ছে তাঁকে।
নন্দিনীর কথায়, ‘আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করি। তবে কাজকরছিলাম যদিও হোটোলে। ফ্যাশন ডিজাইনিং নিয়ে বেশি কিছু করা হয়নি। তবে হোটেলের কাজ থেকে ভালোই আয় হচ্ছিল। নোটবাতিলের আগে আমার ব্যবসা ছিল নিজের। তা বন্ধ হয়ে যায়। লক ডাউনের আগে বাবা হোটেল ব্যবসা শুরু করেছিল ডালহৌসিতে। আমার ইচ্ছে ছিল সেই সময় বাবা-মাকে নিজের কাছে নিয়ে যাব গুজরাটে। মা রাজি থাকলেও, বাবা রাজি ছিল না।🦄 বাবার একটাই কথা, আস আমার দোকানটা ঘুরে যাও একদিন।’
‘আমি ভেবেছিলাম এরকমই কিছু হবে (নিউটাউনের দোকান ইঙ্গিত করে)। হয়ত𒈔ো রং করা হবে না। কিন্তু টিনের চাল থাকবে একটা। এখনও মনে আছে ডালহৌসিতে দাঁড়িয়ে বাবাকে জিজ্ঞেস করছি, দোকান কোথায়। বাবা বলত, একটা চায়ের দোকান পেরিয়ে আসতে। গিয়ে দেখি, ফুটপাথে বসে বাবা বাসন মাজছে। আমি নিজের চোখকে পর্যন্ত বিশ্বাস করতে পারিনি। বাবাকে বলেছিলাম, আমার সঙ্গে ইয়ার্কি করছ। এটা কী করছ তুমি। ওইদিন দোকানটা ভেঙেছিলাম ওখানে। বাসন ফেলে দিয়েছিলাম। বাড়িতে এসে মারপিট করেছিলাম বাবার সঙ্গে। যারা আমাদের চেনে জানে আমার বাবা আমাদের দুই বোনকে ইঞ্জিনিয়রিং পরিয়েছে, আমাকে ফ্যাশন ডিজাইনিং। সেখানে বাবার এই কাজ মানতে পারিনিষ’, আরও বলেন নন্দিনী। সঙ্গে জুড়লেন, ‘তবে এই রাতেই বাবাকে কথা দিয়েছিলাম, আর কিছুি না হোক, তোমাকে একটা নিজের ছোট দোকান খুলিয়ে দেব। টিনের একটা চাল থাকবে।’
নন্দিনী জানান, বছর দুই কাজ করেছিলেন তিনি সেই দোকানে বাবার সঙ্গে। মা অসুস্থ থাকায় সব কাজে লাগিয়েছেন হাত। পরে ভাইরাল হওয়ার পর অনেক লোকই তাঁকে কটাক্ষ করে। কেউ বলে ‘ཧহারিয়ে যাবি রানু মণ্ডলের মতো’, তো কেউ বলেছিল ‘দেখতে তো হিজরে’। তবে হারিয়ে যা🐎ওয়ার ভয় সেইসময়ও করেননি, এখনও করেন না। বরং ছোট ছোট স্বপ্নগুলোই পূরণ করতে চান।
আপাতত দুটো হোটেল চালাচ্ছেন নন্দিনী। ডালহৌসি আর নিউটাউনে। সঙ্গে নিজের ইউটিউব চ্যানেল চালাচ্ছেন। খুব জলদি মু♑🥂ক্তি পাওয়ার কথা নন্দিনীর প্রথম সিনেমা ‘তিন সত্যি’র। যাতে তাঁর সঙ্গে দেখা যাবে উত্তম কুমারের নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায়কে।