একদিকে যখন অ্যানিম্যাল বা পুষ্পা ২ এর মতো ছবি যেখানে উগ্র পৌরুষ দেখানোর পরও ছবিগুলো বক্স অফিসে হিট করছে সেখানে নাসিরউদ্দিন নাম না ক্ষোভ উগরে দিলেন সেই সমস্ত হিন্দি ছবির বিরুদ্ধে যেখানে মহিলাদের খাটো করে, পুরুষদের সুপ্ত ফ্যান্টাসিকে দেখানো হয়েছে। একই সঙ্গে ত⛎িনি নিজ🃏ের কেরিয়ার নিয়েও কথা বলেন এদিন। জানান তাঁর আফসোস আছে কিছু ছবিতে কাজ কদর জন্য। তিনি নাকি টাকার জন্য সেই ছবিগুলোতে কাজ করেছিলেন।
আরও পড়ুন: সারেগামা🐻পায় 'একমাত্র ভরসা' রূপমকে শ্রদ্ধার্ঘ্য ময়ূরীর, অনুরাগীর পারফরমেন্সে 'আপ্লুত' রকসဣ্টার
কী জানালেন নাসিরউদ্দিন শাহ?
কেরল সাহিত্য ফেস্টিভ্যালে এদিন যোগ দিয়েছিলেন নাসিরউদ্দিন শাহ। সেখানেই তিনি অভিনেতা পার্বতীর সঙ্গে কথা বলতে গিয়ে জানান, 'আমি এমন কিছু ছবিতে কাজ করেছি যা আমি তখন খালি টাকার জন্যই করেছিলাম। এটাই বাস্তব। 🌺আমার মনে হয় না কারও টাকার জন্য কাজ করার পর লজ্জা পাওয়া উচিত। মানে, আমরা তো সবাই টাকার জন্যই কাজ করি। কিন্তু তাও ওই কাজগুলোর জন্য আমার আফসোস আছে। যদিও মানুষ আপনার খারাপ কাজকে মনে রাখবে না। অভিনেতা হিসেবে তাঁরা আপনার ভালো কাজই মনে রাখবে।'
এদিন তিনি একই সঙ্গে বলেন হিন্দি ছবিতে আজকাল অতিরিক্ত উগ্র পৌরুষ দেখানো হচ্ছে। তাঁর এসব ছবি মোটেই ভালো লাগে না যেখানে পৌরুষের উদযাপন চলে তাও নারীদের খাটো করে দেখিয়ে, অসꦆম্ম𝐆ান করে।
আরও পড়ুন: 'একটা আস্ত অস্কার স্পিচ তৈরি করে ফেলেছিলাম', বি🐭নোদিনী নিয়ে কেন এমন বললেন রুক্মিণী?
এই প্রসঙ্গে নাসিরউদ্দিন শাহ বলেন, ' আমি জানি না এটা আমাদের সমাজের প্রতিচ্ছবি কিনা নাকি আমাদের সমাজের সুপ্ত ফ্যান্টাসিগুলোর প্রতিচ্ছবি। আমার মনে হয় এই ছবিগুলো যেগুলো পুরুষদের সুপ্ত ফ্🌠যান্টাসিকে দেখায়, মহিলাদের খাটো করে এগুলো যখন সাধারণ দর্শকরা মান্যতা দেয় তখন ভয় লাগে। এটাই বোঝায় যে দেশে বিভিন্ন প্রান্তে কেন মহিলাদের সঙ্গে এত ভয়াবহ ঘটনা ঘটে। এটা সত্যি ভয় পাওয়ার মতোই।' তাঁর মতে এই ছবিগুলো বক্স অফিসে সফল হলে সেটা বিরক্তিকর ব্যাপার একটা।