নওয়াজউদ্দিন সিদ্দিকির দাম্পত্য থামবার নাম নেই। দিন কয়েক আগেই স্ত্রীর অভিযোগ ছিল তাঁর কাছ থেকে সন্তানদের কেড়ে🎃 নেওয়ার চেষ্টা করছেন নওয়াজ। এবার অভিনেতাকে ‘দায়ত্বজ্ঞানহীন বাবা’ বলে কটাক্ষ আলিয়ার। পাশাপাশি নওয়াজ-পত্নীর প্রশ্ন, সারাজীবন সন্তানদের থেকে দূরে থেকে কোন অধিকারে তাঁদের কাস্টডি দাবি করে আলাদতের দ্বারস্থ হয়েছেন নওয়াজ?
স্টারডমের জেরে পালটে গিয়েছেন নওয়াজ, অভিযোগ আলিয়া। তাঁদের ডিভোর্সের মামলা আদালতে বিচারধীন, দুই ছেলে-মেয়ের অভিভাকত্ব পেতে মরিয়া ꧋দুজনেই। যদিও আলিয়ার কথায়, বাবা হওয়ার কোনও দায়িত্বই পালন ♋করেননি অভিনেতা এবং সন্তানরা বাবার সঙ্গে থাকতে রাজি নয়।
পারস্পরিক আলোচনার মাধ্যমে আলিয়া ডিভোর্স দিতে যে শর্ত রেখেছেন 𝓀নওয়াজ তাতে রাজি নন আলিয়া। নওয়াজ তাঁর 🌜দুই সন্তান শোরা (১৩) এবং ইয়ানি (৭)-র অভিভাবকত্ব দাবি করে বসেছেন আলিয়ার কাছে। যে বাবা হওয়ার কোনও দায়িত্বই পালন করেনি, কীভাবে সে তাঁদের কাস্টডি দাবি করে? প্রশ্ন আলিয়ার।
আলিয়া জানিয়েছেন, ‘নওয়াজের আইনজীবী আমাকে মীমাংসাপত্র পাঠিয়েছে, আমি তা খতিয়ে দেখছি। ওর প্রধান দাবিই হল ছেলে-মেয়ের অভিভাবকত্ব পাওয়া। নওয়াজ চায় ছেলেমেয়েরা ওর সঙ্গে থাকুক, যেটা কোনওভাবেই সম্ভবপর নয়। জন্মের পর থেকে ওꦯরা আমার কাছে বড় হয়েছে, ওরা নিজেরাই ওদের বাবার কাছে যেতে চায় না’।
আলিয়া আরও যোগ করেন, ‘দীর্ঘ সময় ধরে নওয়াজ শুধু মাঝেমধ্যে এসে ওদের সঙ্গে দেখা করত, ছেলেমেয়েকে কোনওদিনই সময় দেয়নি ও। বাবার সঙ্গে সন্তানদের সম্পর্ক কেমন হয়, সেটাই আমার ছেলেমেয়ে জানে𓃲 না। আমার ১৩ বছর൲ের মেয়ে সবটা দেখছে, কী পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা। আমি ওকে অনেকবার প্রশ্ন করেছি ও বাবার কাছে যেতে চায় কিনা। শোরা নিজেই বলেছে, ও চায় না যেতে। আর ছেলে তো খুব ছোট, বাবা শব্দ সবে উচ্চারণ করতে শিখেছে। বাবার ভালোবাসা, উপস্থিতির কথা ও জানেই না’।
ছেলেমেয়ের কাস্টডি নওয়াজকে সঁপে দেওয়া ছাড়া মীমাংসাপত্ꦺরের অন্য সব শর্ত মানতে রাজি আলিয়া। যে কোনও মূল্যে এই ‘টক্সিক’ সম্পর্ক থেকে নিষ্পত্তি চান আলিয়া। তিনি জানান, ‘আমার ছেলেমেয়েরা❀ খুব কষ্ট পাচ্ছে। ওদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। আমি কারুর টাকার পিছনে দৌড়াচ্ছি না, আমি শুধু নিজের সন্তানদের ভালো চাই। সঙ্গে একটু শান্তি চাই’।
আলিয়ার আক্ষেপ, ‘নওয়াজ বদলে গিয়েছে। নাম-যশ-খ্যাতি ওকে বদলে দিয়েছে। আমার বিরুদ্ধে 🌃ও যে অভিযোগ এনেছে সেগুলো আদালতে প্রমাণ করতে হ🔯বে। সত্যি বলতে আমি এবার এই পদবি থেকে মুক্তি চাই’।
আলিয়া নওয়াজকে দায়িত্বজ্ঞানহীন বাবা বলে বারবার কাঠগড়ায় তুললেও নওয়াজের দাবি ছেলেমেয়ের সব দায়িত্বই পালন করেছেন তিনি। দিন কয়েক আগে এক বিবৃতিতে অভিনেতা জানান, গত দু বছর ধরে প্রতি মাসে ১০ লাখ টাকা করে ছেলে-মেয়ের খরচ বাবদ আল𒆙িয়াকে দেন। এছাড়াও তাঁদের স্কুলের বেতন, চিকিৎসার খরচ-সহ আরও অনেক খরচের বোঝাই তিনি বহন করেন।