বিয়ের চার মাসের মধ্যেই যমজ সন্তান। কী ভাবে সম্ভব? উত্তর খুঁজতে দক্ষিণী অভিনেত্রী নয়নতারা এবং ভিগনেশ শিবনের বাড়িতে তলব করতে পারে স্বাস্থ্য দপ্তর। দিন কয়েক আগে এমনটাই জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্♍মণ্যম।
নেটমাধ্যমে যমজ পুত্রের✱ ছবি পোস্ট করতেই শুরু হয় চর্চা। তবে কি সারোগেসির মাধ্যমেই চটজলদি অভিভাবক হলেন দুই তারকা? যদি তা-ই হয়, তবে কি আদৌ আইন মেনে এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে? নবদম্পতির নতুন অধ্যায় নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে।
এই বিতর্কের মাঝেই সামনে এসেছে নয়া তথ্য। জানা যায়, ছ'বছর আগেই রেজিস্ট্রি বিয়ে সেরে রেখেছিলেন নয়নতারা এবং ভিগনেশ। সম্প্রতি সেই হলফনামা সহ ꦓতাঁদের আইনি বিয়ের যাবতীয় তথ্য স্বাস্থ্য দপ্তরে জমা দিয়েছে তারকা-জুটি।
সারোগেসি (রেগুলেশন) অ্যাক্ট, ২০২১ অনুযায়ী, বিয়ের পরে অন্তত পক্ষে ৫ বছর কাটলে তবেই কোনও দম্পতি সারোগেসির আবেদন করতে পারে। যিনি সন্তানের জন্ম দেবেন, তাঁকেও হতে হবে সেই দম্পতির নিকট আত্মীয়।(আরও পড়ুন: তাঁর আর নয়নাতারার যমজ সন্তান নিয়ে অদ্ভুত পোস্ট ভিগনেশ শিবানের, কী ইঙ্গিত করলেন?)
শোনা যাচ্ছে, যিনি তারকা-জুটির সন্তানের জন্ম দিয়েছেন, তিনি নয়নতারার আত্মীয়। সেই মহিলা থাকেন সংযুক্ত আরব আমিরশাহিতে। চেন্নাইয়ের যে হাসপাতালে তাঁদের সন্তানদের জন্ম হয়, সেখানেও গিয়েছিলেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। নয়নতারা এবং ভিগনেশ আস্বস্ত করেছেন, সব নিয়ম মেনেই অভিভাবক হয়েছেন তাঁরা।(আরও পড়ুন: সারোগেসি আইন ভেঙেছেন নয়নতারা-ভিগনেশ? তদন্তে সরকার,বিতর্কে ফেঁসে কী বার্তা জুটির?)