প্রয়াত অর্ধেন্দু বসু। এক সময় যাঁরা দূরদর্শনের নিয়মিত দর্শক ছিলেন, তাঁদের কাছে অর্ধেন্দু ছিলেন পরিচিত মুখ। বহু বিজ্ঞাপনের মডেল এবং বেশি কিছু সিনেমার অভিনেতা হিসাবেই তাঁকে চিনত দেশ। কিন্তু এর পাশাপাশি তাঁর ছিল এক পারিবারিক পরিচয়ও। তিনি ছিলেন নেতা সুভাষচন্দ্র বসুর ভাইপো। এহেন অর্ধেন্দু বসু সোমবার মুম্বই🔯য়ে তাঁর বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর স্ত্রী কারমেন বসু সংবাদমাধ্যমকে এই খবরটি জানিয়েছেন।
নেতাজির কনিষ্ঠ ভাই শৈলেশচন্দ্র বসুর ছেলে ছিলে𓄧ন অর্ধেন্দু। এক সময় রাজনীতি এবং ভারতের ইতিহাস আলোচনায় রীতিমতো সক্রিয় ছিলেন অর্ধেন্দু। ২০১৫ সালে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে নেতাজির লড়াইয়ের সময় থেকে কীভাবে তাঁদের পরিবারকে অত্যাচারের মুখে পড়তে হয়েছিল। তাঁর বা⛄বা এবং মা’কেও ছাড়েনি ব্রিটিশরা। অত্যাচার নেমে এসেছিল তাঁদের উপরেও। এ সব ঘটনাই অর্ধেন্দুর মনে মারাত্মক ছাপ ফেলেছিল।
(আরও পড়ুন: নেতাজিকে 'সন্ত্রাসবাদী' সম্বোধন গুজরাটের বিজেপি বিধায়কের, পরে দিলেন কো🔯🌠ন সাফাই?)
এসবের পাশাপ♍াশি অর্ধেন্দু আজাদ হিন্দ বাহিনীর সৈনিকদের মধ্যে যাঁরা জীবিত ছিলেন, তাঁদের অধিকার রক্ষা নিয়েও দীর্ঘ দিন ধরে সরব ছিলেন। যদিও এই পরিচয়ের পাশাপাশি অন্য একটি কারণে সারা ভারতের কাছে পর🎃িচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি।
(আরও পড়ুন: আন্দামান নিকো𓄧বর দ্বীপে পা রেখে নেতাজি তৈরি করেছিলেন নয়া ইতিহাস! ফিরে দেখা সেই অধ্যাꦗয়)
কীভাবে সারা ভারতের কাছে এক সময়ে পরিচিত মুখ হয়ে ওঠেন নেতাজির এই ভাইপো? সত্তরের দশকে মুম্বইয়ে চলে যান অর্ধেন্দু। সেখানেই কেরিয়🎃ার শুরু করেন মজেল হিসাবে। বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে ‘কোবরা’, ‘মেরা ইয়ার মেরা দুশমন’, ‘বিষকন্যা’র মতো পরিচিত ছবি। ‘কোবরা’ ছবির সূত্রে তাঁকে ভারতের ব্রুস লিꦆও বলা হত এক সময়ে। মাঝে তিনি বাংলাতেও একটি ছবিতে অভিনয় করেন। সেটির নাম ছিল ‘কালকূট’। কেরিয়ারের বেশিরভাগ সময়টাই তিনি কাটিয়েছিলেন মুম্বইয়ে। তবে সিনেমা নয়, তাঁকে অধিক পরিচিতি দিয়েছিল অন্য একটি জিনিস।
(আরও পড়ুন: নেতাজি সুভাষচন্দ্র বসুর ICS ছাড়ার ইস্♑তফা পত্র ভাইরাল! কী লিখেছিলেন চিঠিতে?)
১৯৭০ সালের পরে তিনি তৎকালীন বম্বে ডায়িং কোম্পানির মডেল হিসাবে চুক্তি সই করেন। বহু বছর এই প্রতিষ্ঠানের মডেল হিসাবে তিনি কাজ করেছিলেন। আর তার সূত্রেই তিনি পৌঁ♒ছে যান দেশের ঘরে ঘরে। যদিও অনেকেই জানতেন না, বম্বে ডায়িংয়ের মড🎶েল হিসাবে তাঁরা যাঁকে দেখছেন, তিনি খোদ নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো।