অভিজিৎ ভট্টাচার্য বরাবরই স্বজনপোষণের বিরুদ্ধে কথা বলেছেন। সুর চড়িয়েছেন। কিন্তু এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁর এবং তাঁর ছেলে জয় ভট্টাচার্যর একটি ভিডিয়ো ভাইরাল হতেই আড়াআড়ি🦄 ভেঙে গিয়েছে নেটপাড়া। কী বলছেন 🎃শ্রোতারা?
কী ঘটেছে?
এদিন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে অভিজিৎ ভট্টাচার্য এবং তাঁর ছেলে জয় ভট্টাচার্য একই মঞ্চে একই সঙ্গে পারফর্ম করছেন। তাঁরা দুজন মিলে শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায় অভিনীত ছবি চ☂লতে চলতে থেকে শুনো না শুনলো না গানটি গাইছেন। তাঁদের এক পারফরমেন্স দেখে একদিকে যেমন অনেকেই জয়ের গান গাওয়ার ধরন, সুরের প্রশংসা করেছেন, তেমন আরেক দিকে কেউ কেউ প্রশ্ন তুলেছেন অভিজিৎ ভট্টাচার্যকে নিয়ে। তিনি এতদিন নেপোটিজমের বিরুদ্ধে কথা বলে কীভাবে একই মঞ্চ থেকে নিজের ছেলেকে প্রমোট করতে পারেন সেই প্রশ্ন উঠেছে।
কে কী বলছেন?
এই ভিডিয়ো যিনি শেয়ার করেছেন তিনি পোস্টের ক্যাপশনে লেখেন, 'নেপোটিজমের সেরা প্রোডাক্ট। অভিজিতের ছেলে জয় কিন্তু ভালোই গায়।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এ তো পুরো অভিজিতের কপি। নতুন কী আছে?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'অভিজিৎ তো সবসময়ই নেপোটিজমের বিরুদ্ধে কথা বলে এসেছেন এবার তাহলে নিজের ছেলেকে এভ𝓰াবে প্রমোট করছেন কেন? আসলে নিজের সন্তানের বেলায় সবাই সব ভুলে যায়।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'যে যাই বলুক ছেলেটা সত্যিই দারুন গায়। মন ছুঁয়ে গেল।' কেউ আবার লেখেন, 'আরে এদের দাবি কী? শান, উদিত নারায়ণ, অভিজিৎ ভট্টাচার্য এরা এদের ছেলেদের এরম ভাবে নিজেদের কপি কেন বানিয়েছেন?' এক ন♚েটিজেন লেখেন, 'ভালো গাইলেও বাবার নকল করে বেশিদূর যেতে পারবে না।'
আরও পড়ুন: 'বিশ্ব ন্যাকা, কচি খুকি শুনে𓄧 ...' শিশুসুলভ আচরণের জন্য ট্রোল্ড!༒ কটাক্ষের জবাবে অপরাজিতা লিখলেন ...
আরও পড়ুন: ৫ বছর পরꦍ ফের রবি ঠাকুরের শান্তিনিকে🌠তনে পৌষমেলার আমেজ! বিশ্বভারতীর উদ্যোগে কবে শুরু হচ্ছে মেলা?