রিক্সা চালকের মেয়ের আইএএস হওয়ার গল্প নিয়ে সবে🍷মাত্র শুরু হয়েছে বাংলা সিরিয়াল 'যোগমায়া'। ১১ মার্চ, সোমবার থেকে জি বাংলায় দেখা যাচ্ছে এই ধারাবাহিক। 'যোগমায়া' এক দরিদ্র রিকশা꧋চালকের মেয়ে, যে কিনা কলকাতারই এক বস্তিতে থাকে। চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে সে নিজের জীবনের পথে এগিয়ে চলে। তবে উচ্চাকাঙ্খী হলেও যোগমায়া সত্যের পথেই এগোয়। এমনই এক দরিদ্র পরিবারে মেয়ের লড়াইয়ের গল্প নিয়েই শুরু হয়েছে এই সিরিয়ালের পথ চলা।
অন্যদিকে এই সিরিয়ালের নায়ক রেহান চট্টোপাধ্যায় পেশায় একজন ডাক্তার এবং হাসপাতালের মালিক। ধনী এবং পরিশীলিত পরিবারে জন্ম তাঁর। যদিও তিনি নাকি কখনও চিকিৎসাকেꦫ পেশা করতেই চাননি, সঙ্গীতশিল্পী হওয়ার স্বপ্ন ছিল তাঁর। স্বভাবগতভাবে ভীষণই নরম ও দয়ালু মনের মানুষ তিনি।
ইতিমধ্যেই এই ধারাবাহিকের প্রমো দেখে চমকে গিয়েছেন টেলিভিশনের দর্শকরা। তবে এরই মাঝে ‘যোগমায়াﷺ’ সিরিয়ালের শ্যুটিংয়ের কিছু মুহূর্ত উঠে এসেছে আমাদের ক্যামেরায়।
‘যোগমায়া’ চরিত্রটি নিয়ে কী বলছেন বাংলায় বসবাসকারী পাঞ্জাবি অভিনেত্রী নেহা আমনদীপ? নেহা জানান, ‘সাউথ পোর্ট পুলিশ স্টেশনে আজ শ্যুটিং করছি। অনেকদিন পর টেলিভিশনের✅ পর্দায় ফিরছি, তাই আমি খুবই উচ্ছ্বসিত।’ গল্পের নায়ক র𒉰েহান অর্থাৎ অভিনেতা সৈয়দ আরেফিন বলেন, ‘আমরা এই মুহূর্তে শ্যুটিং সেটেই রয়েছি। এই ধারাবাহিকের গল্প এক্কেবারেই অন্যরকম। তাই আমার ভালো লেগেছে।’
প্রসঙ্গত, জি বাಞংলা-র ‘স্ত্রী’ ধারাবাহিক দিয়েই বাংলা টেলিভিশনে পা রাখেছিলেন নেহা আমনদীপ। সান বাংলার ‘কনে বউ’ সিরিয়ালে শেষবার তাঁকে দেখা গিয়েছিল। এরপর জানাগিয়েছিল দীর্ঘ সময় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তাই বহুদিন অভিনয় থেকে দূরেই ছিলেন। তবে আবারও বহুদিন পর দুঃসময়কে পিছনে ফেলে ব্লুজ প্রোডাকশনের (ব্লুজ প্রোডাকশনের চলতি মেগা-জগদ্ধাত্রী, গীতা এলএলবি) নতুন মেগা ‘যোগামায়া’র হাত ধরে তিনি পর্দায় ফিরছেন। তাঁর সঙ্গী ‘তুঁতে’র নায়ক সৈয়দ আরেফিন।