অবশেষে অপেক্ষার অবসান। গত কয়েকদিন ধরেই টেলিপাড়ায় জল্পনা শোনা যাচ্ছিল অভিনেত্রী নেহা আমনদীপের কামব্যাকের। অবশেষে সোমবার রাতে জলের মতো স্পষ্ট হয়ে গেল সবটা। জি বাং🦋লার নতুন মেগার হাত ধরে প্রায় চার বছর পর টেলিভিশনের পর্দায় ফিরছেন বাংলা টেলিভিশনের এই পাঞ্জাবি কন্যে।
জি বাংলা-র ‘স্ত্রী’ ধারাবাহিক দিয়েই বাংলা টেলিভিশনে পা রাখেছিলেন নেহা। সান বাংলার কনে বউ (Kone Bou) ধারাবাহিকে শেষ দেখা গিয়েছিল নেহাকে। এরপর লম্বা সময় মানসিক অবসাদে ভুগেছেন নেহা। দুঃসময়কে পিছনে ফেলে ব্লুজ প্রোডাকশনের (চলতি মেগা-জগদ্ধাত্রী, গীতা এলএলবি) নতুন মেগার হাত ধরে ಞফিরছেন তিনি। সঙ্গী ‘তুঁতে’র নায়ক সৈয়দ আরেফিন। অভিনেতা শুধু প্রোডাকশন নয়, চ্যানেল বদলে এবার জি বাংলায়।
‘যোগমায়া’র প্রোমো চমকে দেওয়ার মতো। গল্পের প্রেক্ষাপট অশ্বিনপুর। ফর্মুলা মেনে নারীকেন্দ্রিক এই মেগায় দিন মজুর বাবার পরিশ্রমী মেয়ে যোগমায়ার চরিত্রে রয়েছেন নেহা। পরদিন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর পরীক্ষা। অথচ ঘরে নেই আলো। রাস্তার লাম্পপোস্টের আলোতেই চলছে তাꦑঁর পড়াশোনা। গোটা কলোনি বিদ্যুৎ ও জলের সংযোগবিহীন। কারণ সেই কলোনির জমি দখল করতে চায় শহরের বড় বিল্ডার।
পরদিন রিক্সা চালিয়ে পৌরসভায় হাজির যোগমায়া। ততক্ষণে সংশ্লিষ্ট আধিকারিকের সামনে পৌঁছে গিℱয়েছে মিষ্টির বাক্সে ভরা লক্ষাধিক টাকা, সাত দিনের মধ্যে ডিএল কলোনির জমি দখলে চায় গল্পের খলনায়িকা। যে ভূমিকায় রয়েছেন বরণ খ্যাত অনন্যা বিশ্বাস। কিন্তু খালি হাতে ফেরার পাত্রী নয় যোগমায়া, বিডিও স্যারের গাড়ির পিছু ধাওয়া করে সে। হোঁচট রাস্তায় লুটিয়ে পড়ে। তখন সাহায্যের হাত বাড়ায় গল্পের নায়ক, সৈয়দ আরেফিন।
বিডিও-র সামনে অন্যায়ভাবে উচ্ছেদের কথা জানায় যোগমায়া। তবে ঘুষকর সরকারি আধিকারিক তাঁকে ‘পাকা মেয়ে’ বলে বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। রুখে দাঁড়িয়ে আরেফিনকে বলতে শোনা যায়, ‘এমন একজন পাকা মেয়েই তো আমাদের প্রয়োজন, যাতে গরীব মানুষের জল, আলো কোনওদিন বন্ধ না হয়’। এরপর রাস্তা থেকে কুড়িয়ে যোগমায়ার ইউপিএসসি পরীক্ষায় প্রবেশপত্র হাতে তুল𝕴ে দেয় সে।
প্রোমোতে আরেফিনের পরিচয় স্পষ্ট নয়। তবে কোনও রাজনৈতিক দলের নেতা হিসাবে দেখা যেতে পারে তাঁকে꧋। কবে বা কোন সময় দেখা যাবে এই মেগা তা স্পষ্ট নয়। তবে জল্পনা রাত ৯টা কিংবা ৯.৩০ টায় স্লটে আসতে পারে এই সিরিয়াল।
গত বছরেই শোনা গিয়েছি🦹ল ব্লুজ প্রোডাকশনের এক মেগায় রোহন ভট্টাচার্যের নায়িকা হতে পারেন নেহা। তবে মাঝপথে আটকে যায় সেই কাজ। সব জল্পনার অবসান ঘটল এবার।