টালিগঞ্জের তারকাদের মধ্যে 'সেনগুপ্ত' বাড়ির গণেশ পুজোর কথা কমবেশি সকলেই জানেন। নীলাঞ্জনা সেনগুপ্তই প্রথম এই পুজোর শুরু করেছিলেন। যদিও ব👍লে রাখা প্রয়োজনীয় যে যিশুর সঙ্গে দাম্পত্য কলহের কারণে বর্তমানে নীলাঞ্জনা আর ‘সেনগুপ্ত’ পদবীটাই ব্যবহার করছেন না সোশ্যাল মিডিয়ায়। এখন তিনি শুধুই নীলাঞ্জনা। তবে এবারও তাঁদের বাড়িতে গণেশপুজো হচ্ছে নিয়ম মেনেই।
প্রত্যেকবার যিশু-নীলাঞ্জনার গণেশপুজোয় থাকেন তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরা। সৃজিত মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, ইন্দ্রাশিস রায় সহ আরও অনেককেই সেই পুজোয় হাজির হতে দেখা যায়। তবে এবার যিশু-নীলাঞ্জনার বিভাজনে তাঁদের বাড়ജির গণ꧃েশ পুজোটাই যেন কেমন বদলে গিয়েছে। এবার যীশুকে ছাড়াই হচ্ছে গণেশ পুজো। কারণ, যিশু-নীলাঞ্জনার বিয়েটাই এখন ভাঙার মুখে। এছাড়াও এবার পুজোয় দেখা গেল না তাঁদের বন্ধু-বান্ধবদেরও। এছাড়াও চলতি বছরই মা অঞ্জনা ভৌমিককেও হারিয়েছেন নীলাঞ্জনা। তাই এবার আর ঘটা করে নয়। শুধু নিয়মমাফিক গণেশপুজোটাই সারলেন নীলাঞ্জনা। সেই ছবি নীলাঞ্জনা, সারা ও নীলাঞ্জনার বোন চন্দনার ইনস্টাস্টোরিতে উঠে এসেছে। যাতে লেখা, ‘ঈশ্বর যেন সকলের সমস্ত বাধা কাটিয়ে দেন।’
এদিকে এবার নীলাঞ্জনা এই গণেশ পুজোর স𓆏ামগ্রিক ছবিটাও যেন কেমন। প্রত্যেকবার এই পুজোয় সেজেগুজে একসঙ্গে দেখা যেত যিশু-নীলাঞ্জনাকে। এমনকি ভাসানেও একসঙ্গে যেতꩲেন তাঁরা। কয়েকদিন আগে থেকে নীলাঞ্জনা তাঁদের বাড়িতে বিগত বছরের গণেশ পুজোর ছবি পোস্ট করছিলেন। সেখানে তাঁদের বহু অনুরাগীই প্রশ্ন করেছেন, 'যিশু-নীলাঞ্জনাকে তাহলে আর সত্যিই একসঙ্গে দেখা যাবে না?' এই তারকা দম্পতির ভাঙনে মন খারাপ তাঁদের অনুরাগীদেরও।
পাশাপꦡাশি আরজি কর কাণ্ডের জেরে এবার কলকাতার গণেশ পুজোতে সেভাবে কোনও ঘটা হচ্ছে না।