ফিকশন শো-র টিআরপি তালিকায় সেরার স্থান সেই কবে থেকে ধরে রেখেছে স্টার জলসা। স্লট নিয়েও কাঁটায় কাঁটায় টক্কর চলে দুই চ্যানেলের। তবে নন ফিকশন শো হিসেবে কিন্তু জি-এর ধারেকাছেও আসতে পারে না স্টার জলসা। এবারেও নন ফিকশন টিআরপি চার্টের সেরা দুইয়ে জি বাংলার দুই ধারাবাহিক𓆉।
দুই ধারাবাহিকেই কিন্তু মুখোমুখি টলিউডের নারীরা। একটি-তে প্রায় বছর দশের ধরে সঞ্চালনা করে চলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। অবস্থা ꦑএমন হয়েছে যে টিভির দিদি তিনিই। গ্রামগঞ্জেও মানুষ রচনাকে এখন বেশি চেনেন তাঁর এই শো-এর কারণে। আর আরেক শো-তে বিচারকের কুর্সি সামলাচ্ছেন তিন নারী। ঠিকই ধরেছেন কথা হচ্ছে ডান্স বাংলা ডান্সের।
শুরুর কয়েক সপ্তাহে দিদি নম্বর ১-এর সানডে ধামাকাকে টেক্কা দিয়ে গিয়েছিল ডান্স বাংলা ডান্স। তবে সময় গড়াতেই কমছে টিআরপি একটু একটু করে। চলতি সপ্তাহে সেরার স্থানে সেই দিদি নম্বর ১। রচনার কাছে ফিকে হয়ে গেলেন শ্রাবন্তী-শুভশ্রী। আরও পড়ুন: দীপা💝র চোখের জলকেও টক্কর দিয়ে দিল নিম ফুলের মধু? টিআরপি𓄧 বাড়ছে মেয়েবেলার
দ্বিতীয় স্থানেই রয়েছে নাচের এই রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স। যেখানে বিচারকের আসনে শুভশ্রী, শ্রাবন্তী। তৃতীয় বিচারক হিসেবে কখনও মৌনি তো কখনও পূজা। আর মহাগুরুর আসনে মিঠুন চক্রবর্তী। ডিস্কো ডান্সারের জন༒ক অনেকদিন পর ফিরেছেন ছোট পরদায়। প্রতিযোগীদের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন বরাবরই মন কাড়ে দর্শকদের। এবারও তেমনটাই হচ্ছে।
সুপার সিঙ্গার ৪ টিআরপি তুলতে এবরেও ব্যর্থ। এর আগে সারেগামাপা-এর কাছে গো হারা হারছিল। এখন ডান্স বাংলা ডান্সের কাছে। সেদিক থেকে এই একই স্লটে এর আগে চলা ডান্স ডান্স জুনিয়র ৩ কিছুটা টিআরপি এনে দিচ্ছি♏ল স্টার জলসাকে।
এক নজরে নন-ফিকশন জঁরের টিআরপি-
দিদি নম্বর [সানডে ধামাকা] (৬.৩)
ডান্স বাংলা ডান্স (৫.৭)
সুপার সিঙ্গার ৪ (৩.৮)
ঘরে ঘরে জি বাংলা (১.৩)
সম্প্রতিই বদলছে ঘরে ঘরে জি বাংলার স্লট। এবার থেকে দুপুর ২.৩০টের সময় সম্প্রচারিত হবে এই শো। ঠিক যখন মা-পিসিমাদের একটু বিশ্রাম নেওয়ার সময়। দেখার এই বদল কতটা সৌভাগ্য বয়ে আনে অপরাজিতা আঢয♔র ঝুলিতে। কারণ এখন যে তিনিই সঞ্চালনা করছেন। শুরুর দিকটায় ইন্দ্রাণী হালদার থাকলেও এখন আর দেখা মিলছে না।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )