সাম্প💙্রতিককালে দক্ষিণী ছবি নিয়ে আলাদ𝓀াই উন্মাদনা তৈরি হয়েছে জনমানসে। আল্লু অর্জুন থেকে শুরু করে রশ্মিকা মন্দানা, রাম চরণ সহ একাধিক অভিনেতা, পরিচালকরা বিশেষ ভাবে নজর কেড়েছেন।
রশ্মিকা মন্দানা কেবল দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নয়, বলিউডেও দক্ষতার সঙ্গে কাজ করছেন। মাত্র ২৮💧 বছর বয়সেই তিনি ভারতের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী। বর্তমানে তবে পুষ্পা ২ বক্স অফিস কাঁপাচ্ছে। এছাড়াও অ্যানিম্যাল থেকে শুরু করে সীতা রমন সহ একাধিক হিট উপহার দিয়েছেন।
এরপর পরিচালক এসএস রাজামৌলির কথা 🍸না বললেই নয়। তাঁর ছবি RRR ২০২৩ সালে অস্কারের মঞ্চে সম্মানিত হয়ে এসেছে। গোল্ডেন গ্লোব, ইত্যাদির মতো উপহার পেয়েছ। এছাড়াও তিনি বাহুবলী, বাহুবলী ২, মগধীরার মতো বিগ বাজেট, জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন দর্শককে।
আল্লু অর্জুন তো বর্তমানে অন্যতম চর্চিত অভিনেতাদের একজন। পুষ্পা ২ প্রিমিয়া༒রে পদপিষ্ট হওয়ার ঘটনায় তাঁকে গ্রেফতার করার পর বিতর্কও উসকে গিয়েছিল। তিনি আ🐎র্য, রেস গুরাম, গঙ্গোত্রী, পারুগু, ইত্যাদির মতো হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তবে তাঁর পুষ্পা ফ্র্যাঞ্চাইজি সবথেকে বেশি জনপ্রিয়।
RRR খ্যাত রা♛ম চরণ দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার। তিনি জঞ্জির, নায়ক, ধ্রুব, গেম চেঞ্জারের মতো ছবি উপহার দিয়েছেন। অভিনেতা চিরঞ্জীবীর ছেলে তিনি।
৩৫ বছর বয়সী বিজয় দেবেরাকোন্ডার ভক্ত ছড়িয়ে দেশের বিভিন্ন 🐼প্রান্তে। তাঁর অভিনয় থেকে হাসিতে মুগ্ধ অনুরাগীরা। বর্তমানে জোর জল্পনা চলছে তাঁর এবং রশ্মিকা মন্দানার সম্পর্ক নিয়ে। তিনি অর্জুন রেড্ডি, খুশি, ডিয়ার কমরেড, লিগার, ইত্যাদির মতো ছবি উপহার দিয়েছেন।