১৯৯৫ সালে মুক্তি পায় শাহরুখ খান আর কাজল অভিনীত ছবি ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’। শাহরুখ-কাজলের কেরিয়ারে তো বটেই, ভারতীয় ছবির ইতিহাসেই এটি একটি মা🏅ইল ফলক হয়ে আছে। কিন্তু এই ছবির প্রস্তাব শাহরুখের আগে গিয়েছিল অন্য এক জনের কাছে। তিনি ভারতীয় অভিনেতাও নন, হলিউডের মেগা তারকা।
তিনি কে, সেই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে, দেখে নেওয়া যাক, কেন এমন ভাবনা? এই ছবিটি শুধু শাহরুখ-কাজলের কেরিয়ারেরই বড় ধাপ নয়, এটি একই সঙ্গে✃ পরিচালক হিসাবে আদিত্য চোপড𒆙়ার কেরিয়ারেরও একটি বড় মাইলফলক। পরিচালক হিসাবে তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল এই ছবি। তিনি গোড়াতে ভেবেছিলেন এই ছবিটি কোনও এক হলিউড তারকাকে নিয়েই বানাবেন।
কেন এমন🦂 ভাবনা? তাঁর ইচ্ছা ছিল, এটি ভারত-আমেরিকার ꦿযৌথ প্রোডাকশনে বানানো হবে। এবং গল্পের নায়ককে সেই হিসাবে বিদেশি এক চরিত্রও বানানো হয়। আমেরিকার এক তরুণের সঙ্গে ভারতীয় তরুণীর প্রেম। কিন্তু শেষ পর্যন্ত রাজি হননি সেই হলিউডি মেগাস্টার। তাই গল্পে বদল আনা হয়। চরিত্রটি হয়ে যায় অনাবাসী ভারতীয়।
কিন্তু নায়কের চরিত্রে প্ꦺরথমে কাকে নির্বাচন করেছিলেন আদিত্য চোপড়া? হালে এই বিষয় নিয়ে একটি কুইজও জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ায়? প্রশ্নে দেওয়া হয়েছিল চারটি নামꦯ। জনি ডেপ, লিওনার্ডো ডিক্যাপ্রিও, ব্রাড পিট এবং টম ক্রুজ। সঠিক উত্তরটি কি আপনি জানেন?
এই তারকা আর কেউ নন টম ক্রুজ। তাঁকেই গল্ﷺপের নায়কের চরিত্রে প্রথমে ভাবা হয়েছিল। যদিও তাঁর নাম রাজ মালহোত্রা হত না🔯।
কেন ক্রুজ এই ছবিতে🧜 কাজ করেননি? এর স্পষ্ট কোনও উত্তর কখনও পাওয়া যায়নি। তবে অনেকেই বলেন, পারিশ্রমিকের অর্থ নিয়ে একমত হতে পারেনি দুই পক্ষ। তিনি রাজি না হওয়ায় প্রস্তাব যায় সইফ আলি খানের কাছে। তাঁর সঙ্গে কথা পাকা না হওয়ায় প্রস্তাব আসে শাহরুখ খানের কাছে। বাকিটা? থাক সে কথা।