উত্তম-সুচিত্রার পরবর্তী সময়ে বাংলা ছবির ইতিহাসের সবচেয়ে সফল জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। বাংলা কর্মাশিয়্যাল ছবি দুই মহারথী একটা সময় জুটিতে উপহার দিয়েছেন 'মায়ার বাঁধন', ‘বাবা কেন চাকর’, 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর মতো ব্লকবাস্টার। তবে নতুন শতাব্দীর শুরুতেই দূরত্ব তৈরি হয় দুই বন্ধুর সম্পর্কে। শোনা যায়, ঋতুপর্ণার ছোট্ট কথায় নাকি মর্মাহত হয়েছিলেন বুম্বাদা। দুই তারকার ইগোই বাধা হয়ে দাঁড়ায় বন্ধুত্বের মাঝে। আরও পড়ুন-সিনেমার ইতিহাসে প্রথম! ৫০তম বার জুটিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা, আসছ🅠ে ‘অযোগ্য'
বাংলা ছবির স্বার্থে শিবপ্রসাদ-নন্দিতার হাত ধরে ফিরেছিল এই জুটি। ২০০১ সালে মুক্তি পাওয়া ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’এর পর প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৪৮তম ছবি ‘প🤡্রাক্তন’। তারপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’। এই জুটির ম্যাজিক যে আজও অটুট⛦ তা প্রমাণিত। এবার রুপোলি পর্দায় ৫০তম বার একসঙ্গে ঋতু-প্রসেনজিৎ। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘অযোগ্য’ ছবিতে জুটি বাঁধছেন দুজনে। ছবির নতুন পোস্টার সামনে এল রবিবার।