বাংলা নিউজ > বায়োস্কোপ > Om Mimi: কবে লক্ষ্মীপুজো করা শিখলেন মিমি? ওমের ভূমিকাটাই বা কী
এসো মা লক্ষ্মী, বসো ঘরে….। রবিবার ছিল কোজাগরী লক্ষ্মীপুজো। বাংলা জুড়ে এদিন পূজিত হয়েছেন ধনদেবী। সাধারণ মানুষের পাশাপাশি রুপোলি দুনিয়ার তারকারাও এদিন ব্যস্ত ছিলেন মা লক্ষ্মীর আরাধনায়। তেমনি ওমের সঙ্গে বিয়ের পর শ্ব✃শুরবাড়িতে (অবাঙা🤡লি) এসে প্রথম লক্ষ্মীপুজো শুরু করেন মিমি।
কেমন কাটল এই বছর ওম সাহানি, মিমি দত্তর লক্ষ্মী পুজো? শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, আত্মীয়েরা সকলেই উপস্থিত ছিলেন মিমির এই পুজোতে। সকলের সাহায্য নিয়ে ঘরোয়া আয়োজন পুজো করেছেন এই টলি দম্পতি। আরও পড়ুন: আসল নাম কোয়েল নয়! ১৯ বছরের কেরিয়ারে আর কী কী গোপন করেছেন অভিনেত্রী
পুজোর শেষে লক্ষ্মীর পাঁচালিও পড়েছেন মিমি। ছোট থেকেই মা-কে দেখে পুূজোর কাজ শেখা তাঁর। মায়ের কাছ থেকে নিয়ম জেনে জেনে প্রত💞ি বছর এখন পুজোর আয়োজন করেন অভিনেত্রী।