একই ফ্লাইটে পাশাপাশি সি𝔉টে বসে যাত্রা, তা সত্ত্বেও আপনি যদি বুঝতেই না ওঠতে পারেন আপনার সহযাত্রী হলিউড সুপারস্টার কেট উইনস্লেট তাহলে কেমন অনুভূতি হবে? আফসোস হবে তাই তো? আর যদি আপনি সেই বিমানে বসে ‘টাইটানিক’-এর গানও গুনগুন করে থাকেন। তবে আপনার হাত কামড়ানো ছাড়া আর কোনও গতি থাকবে না। এমনই ঘটনা বা বলা ভালো দুর্ঘটনার শিকার ইউটিউবার এবং টিকটকার ক্রিস ওলসেন।
ইউটিউবে একটি ভিডিয়ো পোস্ট করে নিজের দুঃখের কাহিনি প্রকাশ্যে এনেছেন তিনি। শুধু তাই নয়, কেট উইনস্লেট🌠ের কাছে ক্ষমাও চান তিনি। বলেন- ‘কেট, যদি কোনওভাবে আপনি এই ভিডিয়♓োটা দেখেন, তাহলে আমি দুঃখিত’।
ভিডিয়োর শুরুতেই দেখা গেল ওলসেন ব্যাখা করছেন কীভাবে তিনি কান থেকে লন্ডন যাওয়ার পথে ভুলবশꦛত নিজের বদলে অন্য সিটে বসে পড়েন। এরপর আপনমনে নিজের আইপ্যাডে সেলিন ডিওনের গান বাজাচ্ছিলেন তিনি। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন তাঁর আইপ্যাডের সঙ্গে ইয়ারপডটি সংযুক্ত নেই, তাই সজোরে সেই গান বাজচ্ছে। যখন টাইটানিক ছবির ‘মাই হার্ট উইল গো অন’ গানটি বাজছিল, তখন পাশের উইন্ডো সিটে বসা ভদ্রমহিলা গোলগোল চোখে তাঁর দিকে তাকাচ্ছিল। সেইসময় কিছুই বুঝতে পারেননি তিনি। পরে এয়ার হোস্টেস এসে সেই যুবকের টিকিট চেক করে 💧তাঁকে নির্ধারিত সিটে বসার অনুরোধ করে। উঠবার সময় পাশের সিটে বসা সহযাত্রী মহিলাকে সরি বলতে গিয়ে বেশ চেনা চেনা মনে হয় যুবকের। কয়েক পা এগানোর পরেই যুবক বুঝতে পারেন ওই মহিলা আর কেউ নয়, বরং অস্কার জয়ী অভিনেত্রী কেট উইনস্লেট। নিজের ভিডিয়োতে বেশকিছু প্রমাণও তুলে ধরেছেন ওই ইউটিউবার।
সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল যুবকের পোস্ট করা এই ভিডিয়ো। আপন꧙াদের সঙ্গে কি🍃 এমন কোনও ঘটনা ঘটেছে?