কেরিয়ারের সঙ্গে নিজের দাম্পত্য জীবন ব্যালেন্স করতে এক্সপার্ট করিনা কাপুর খান। অন্তঃসত্ত্বা হয়েও ব়্যাম্পে হাঁটা যায়, শ্যুটিং করা যায়- এই সব বলিউডে শুরু করেছেন করিনা।কারণ স্রোতের বিপরীতে সাঁতার কাটতে ভালোবাসেন বেবো। শাশুড়ি 🐭শর্মিলা ঠাকুরের সঙ্গেও করিনার বন্ডিং দুর্দান্ত। দেখতে দেখতে আট বছর পার করেছে সইফিনার দাম্পত্য জীবন। ২০১২ সালে বিয়ে করবার আগে প্রায় পাঁচ বছর প্রেম করেছেন এই জুটি। তাই পতৌদির নবাব প🌳রিবারের সঙ্গে করিনার সম্পর্কটা দীর্ঘদিনের। শুধু শাশুড়ি মা নন, দুই ননদ সোহা এবং সাবার সঙ্গে করিনার দারুণ সখ্যতা। সবচেয়ে বড় কথা হল সইফের প্রথমপক্ষের দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিমও করিনার নয়নের মণি। নিয়মিত সইফিনার বাড়িতে যাতায়াত রয়েছে তাঁদের। এক কথায় আদর্শ মর্ডান ফ্যামিলি সইফিনার।
শর্মিলা ঠাকুর একবার জানিয়েছিলেন, করিনা তাঁর পরিবারের সবচেয়ে কঠিন মুহূর্তে পাশে দাঁড়িয়েছিলেন, তখনও 'নিকাহ' সারেননি সইফিনা♒। ২০১১ সালের 🔜সেপ্টেম্বরে যখন হাসপাতালে ভর্তি ছিলেন মনসুর আলি খান পতৌদি তখন সইফের গোটা পরিবারকে আগলে রাখেন করিনা। অভিনেত্রীর জন্মদিনের একদিন পরে ২২ সেপ্টেম্বরে প্রয়াত হন শর্মিলার স্বামী, মনসুর আলি খান।
করিনার রেডিও শো হোয়াট ওমেন ওয়ান্টের মঞ্চে শর্মিলাকে প্রশ্ন করা হয়েছিল নিজের বৌমার কোন গুণটা তাঁর সবচেয়ে বেশি পছন্দ। জবাবে বর্ষীয়ান অভিনেত্রী তথা করিনার শাশুড়িমা জানান, ‘আমি তোমাকে দেখেছি যখন টাইগার হাসপাতালে ছিল, কীভাবে তুমি নিজের খেয়াল না রেখে আমাদের দেখভাল করছিলে। ২১ তারিখ তোমার জন্মদিন ছিল, তুমি হাসপাতালে ছিলে, ২২ তারিখ টাইগার চলে গেল.. তুমি ছিলে। তুমি একবার আমার অন্য সন্তানদের মতো আমাকে আগলে ছিলে, আমার পরিবারের মতো। আমার সেটা মনে আছে। আমি তোমাক🃏ে জীবনের নানান ধাপে দেখেছি, তুমি প্রতিটা ধাপে ❀অনন্যা, এটা বলতেই হচ্ছে’।
করিনা নিজেও একবার জানিয়েছিলেন তাঁর জীবনের সবচেয়ে বড় আফসোসের কথা। হিন্দুস্🉐থান টাইಌমসকে দেওয়া সাক্ষাত্কারে প্রয়াত শ্বশুরমশাই সম্পর্কে তিনি বলেন, ‘উনি খুব সত্ মানুষ ছিলেন, খুব মিষ্টি, ভালো লাগার একজন মানুষ। আমাকে খুব স্নেহ করতেন। যতবার ওঁনার সঙ্গে দেখা হয়েছে একটা আত্মিক যোগ ছিল। আমার খুব আক্ষেপ যে জীবনে খুব বেশি সময় আমি ওঁনার সঙ্গে কাটাতে পারিনি। এটা আজীবন আমার সঙ্গে থাকবে’।
অন্যদিকে শাশুড়ি সম্পর্♚কে করিনার মত, 'উনি ভ𓄧ীষণ স্বাধীনচেতা একজন মানুষ। আমার কাজের প্রশংসা করেন সবসময়। খুব সংবেদনশীল। আমি গর্বিত যে আমি ওঁনার বৌমা'।