মে জুন মাসে ভূমিষ্ট হবে পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর প্রথম সন্তান। আর তাই আপাতত ‘সুখের সপ্তম স্বর্গে’ বাস করছেন পরম-পিয়া। কিছুদিন আগেই অভিনেতা জানিয়েছিলেন, স্ত্রীকে সময় দিতে আর সন্তানের বেড়ে ওঠার সাক্ষী থাকতে পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মে মাস থেকেই তিনি ছুটিতে থাকবেন বলে জানিয়েছিলেন পরমব্রত। ছুটিতে থাক𝐆বেন বেশ কয়েক মাস।
যেমন বলা হয়ত♚ তেমনই কাজ। কিলবিল সোসাইটি-র শ্🍸যুটিং সেরে, সেই ‘মৃত্যুঞ্জয় কর’-এর সেই ন্যাড়া মাথা লুক নিয়েই পিয়ার হাত ধরে পরমব্রত পৌঁছে গিয়েছেন গোয়ায়। আপাতত সৈকতেই বেবিমুন কাটাচ্ছেন এই দম্পতি। আর তারই একটুকরো ঝলক ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করেছেন হবু মা।
পিয়া যে ভিডিয়ো ও ছবিগুলি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে রাতের উত্তাল সমুদ্র। আর সৈকতে রাখা টে🔜বিল-চেয়ারে বসে রয়েছেন ‘পরম-পিয়া’। টেবিলে জ্বলছে মোমবাতি। পাশে একটা কার্ডে লেখা 15। হতে পারে ক্যান্ডেল-লাইট ডিনার সারছিলেন দম্পতি। আরও ২টি ছবিতে তাঁদের পাশাপাশি স🐼েলফি তুলতে দেখা গিয়েছে। আর একটি ছবিতে শুধুই হবু মায়ের দেখা মিলেছে। তাঁর এই পোস্ট বলছে, দক্ষিণ গোয়ার মাজর্ডা বিচে রয়েছেন তাঁরা।
আরও পড়ুন-বিয়ের ৩মাসেই মা হন, ছেলের মুখ দেখিয়ে ফের সুখবর দিলেন রূপসা-সায়নদীপ! দা✅দা হচ্ছে ডুগ্গু