কাঞ্চন মল্লিক সম্প্রতি একটি ধর্না মঞ্চ থেকে চিকিৎসকদের কটাক্ষ করতে গ🃏িয়ে বেফাঁস 🅺মন্তব্য করে বসেন। আর তার জেরেই তাঁকে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা সকলেই কটাক্ষ করেছেন। বাদ গেলেন না পরমব্রত চট্টোপাধ্যায়ও।
কী বললেন পরমব্রত?
পরমব্রত চট্টোপাধ্যায় এদিন তাঁর একটি ফেসবুক পোস্টে নাম করেই কাঞ্চন মল্লিককে আক্রমণ শানান তাঁর বেফাঁস মন্তব্যের জন্য। সেই পোস্টে তিনি লেখেন, 'না বন্ধু! মাইনে - বোনাস আর অনুদান - পুরস্কার এক জিনিস নয় ! প্রথমটা কাজের বিনিময় পাওয়া অধিকার, দ্বিতীয়টা নয়! কর্মক্ষেত্রে নিরাপত্তা বা যে কোনও রকমের ভয় ছাড়া কাজ করতে পারাটাও অধিকার| সেটা না থাকলে তার জন্যে আন্দোলন করে কর্মবিরতিতে গেলে সেটার জন🅷্যে তাদের রোজগার করার অধিকারটা ত্যাগ করতে হবে? একটি ঘৃণ্য ও বর্বরোচিত ঘটনার বিচার চেয়ে, সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে আন্দোলন করাকে without pay ছুটি নেয়ার সঙ্গে গুলিয়ে ফেল না বন্ধু! আন্দোলনের মধ্যেও কিন্তু ডাক্তাররা অভয়া ক্লিনিক তৈরি করে পরিষেবা দিচ্ছেন।'
তিনি এদিন আরও লেখেন যে, 'আগের দিনই কুণাল বাবুর প্রসঙ্গে লিখেছিলাম, যে অন্য কোনও জগৎ থেকে বিখ্যাত ব্যক্তিদের এনে নেতা নেত্রী বানিয়ে নিচ্ছেন বেশ কথা, কিন্তু তাদের রাজনৈতিক পরিপক্কতার দায়িত্ব কিন্তু দলকে বা আপনাদেরকেই নিতে হবে! আরও একবার বলতে চাই আজ এই কথাটা। যদিও কাঞ্চন দাকে দীর্ঘদিন ধরে চিনি বলে আরেকটু সুচিন্তিত বক্তব্য আশা করেছিলাম। আসলে dissent, বা মতবিরোধ (এবং তার থেকে তৈরি হওয়া স্বতঃস্ফূর্ত আন্দোলন) অধিকাংশ রাজনৈতিক দলই হ্যান্ডেল করতে জানে না! তারা যে গণতান্ত্রিক পরিকাঠামো♉র মধ্যে কাজ করে, এটা যে তারই অঙ্গ, এবং সেটার হ্যান্ডলিংই যে পরিণত হওয়ার পরিচয়, সেটা আর হিসেবের মধ্যে থাকে না।'
আরও পড়ুন: কটাক্ষ করে ফের পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে এক হওয়া♔র 🧸প্রস্তাব তসলিমার
তবে যতই পরমব্রত কাঞ্চন মল্লিকের বিরোধিতা করুন না কেন💯 তাঁকে কাজ থেকে বয়কট করার পক্ষপাতি নন বলেই জানান। আর এই প্রসঙ্গে পরিশেষে অভিনেতা লেখেন, 'কাঞ্চন দা আমার খুব প্রিয় অভিনেতা এবং তাই থাকব🌠েন! ওঁর আজকের কথার তীব্র বিরোধিতা করছি, কিন্তু কাজের ক্ষেত্রে কাউকে কোনও রকম ত্যাগ বা বয়কট করার পক্ষে আমি নই! তাহলে সেই সব সহকর্মীকে বয়কট করতে হয়, যাঁরা নানা দলের হয়ে নানা কথা নানা সময়ে বলেছেন, বা নানা কথায় সায় দিয়েছেন! আবার বলছি, কাঞ্চন দার আজকের কথা ভয়ানক insensitive এবং অযৌক্তিক! উনি নিজে সেটা উপলব্ধি করলে সবথেকে ভালো।'