ভূতের রাজাকে প্রথম পর্দায় এনেছিলেন পরিচালক সত্যজিৎ রায়। একুশ শতকে অসৎকে সৎ মানুষে 💖রূপান্তরিত করতে ফের একবার পর্দায় হাজির হবেন ‘ভূতের রাজা’! পরিচালক প্রীতম সরকারের নতুন ছবি ‘সৎভূত অদ্ভুত’। ছবিতে এই বিশেষ চরিত্রে অভিনয় করবেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন খরাজ মুখো𝔉পাধ্য়ায়, পার্থ সারথি, প্রসূন গাইন, রাজু মজুমদার, পূজা সরকার, ইভলিনা চক্রবর্তী সহ আরও অনেকে।
‘সৎভূত অদ্ভুত’-এর গল্পের প্রেক্ষাপট শুরু হচ্ছে দুই বন্ধু বিল্টু এবং রানাকে দিয়ে। পেশায় তা🔜রা চোর এবং টিকিট ব্ল্যাকার। এসব করতে করতে একদিন ধরা পড়ে তারা। বেধড়ক মার খেয়ে মনের দুঃখে ঘন জঙ্গলে চলে যায়। তখনই তাঁদের মাথায় আসে অদ্ভুত ধারণা। সেখানেই দেখা হয় ভূতের রাজার সঙ্গে। বদলে যায় তাদের জীবন। এখান থেকেই গল্পের এক নতুন পর্ব শুরু।
দুটি অসৎ ছেলের সৎ পথে এসে সমাজের সঙ্গে লড়াই। শর্ত পূরণের তাগিদে সমাজের বড় বড় মহারথীদের স൲ঙ্গে পাল্লা দিয়ে কিভাবে তাদের জীবনের ছন্দ বদলাবে! আদৌ বদলাতে পারবে কিনা? কী ঘটেছিল সেদিন রাতে জঙ্গলে? সব মিলিয়ে এক সামাজিক কিন্তু রোমাঞ্চকর নতুন ছন্দের গল্প ‘সৎভূত অদ্ভুত’। অরিন্দম চৌ🎐ধুরীর প্রযোজনায় আসছে এই ছবি।