প্রকৃতি যতটা সুন্দর, ♈ততটাই ভয়ঙ্কর। তা অবশ্য পদে পদে টের পেলেন পায়েল-দ্বৈপায়ন। অতিমারী একটু কমতেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে, পাহাড়ে দিন কয়েক সময় কাটাতে গিয়েছিলেন তারকাౠ-দম্পতি পায়েল দে এবং দ্বৈপায়ণ দাস। সঙ্গে ছিল তাঁদের ছেলে মেরাক, শ্বশুর-শাশুড়ি। কিন্তু পাহাড়ের দুদিন ভালো সময় কাটানোর পরই ঘটে বিপত্তি।
অভিনেত্রী পায়েলের কথায়, দু'দিন পাহাড়ে গিয়ে দারুণ সময় কাটানোর পরই, তৃতীয়দিন থেকে শুরু হয়ে ভারী বৃষ্টি। কালিম্পং থেকে ২১ কিলোমিটার দূরের একটি নির্জন গ্রামে সময় কাটাতে গিয়েছিলেন তাঁরা। নাম টাকনা। বৃষ্টির কারণে বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা পাহাড়। লোডশেডিং, ঘন অন্ধকার নেমে আসে পা🌠হাড় জুড়ে। কারেন্ট না থাকায় তাঁদের ফোনে চার্জও নেই। কারও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তাঁদের মাথায় একটাই চিন্তা, সকলের নিরাপদে বাড়ি ফিরতে পারলেই তখন যেন স্বস্তি। এই চিন্তাই ঘুরপার খাচ্ছিল তারকা দম্পতির মাথায়।
অবশেষে বৃহস্পতির নীচে নেমে আসার সিদ্ধান্ত নেন তাঁরা। সপরিবারে🐓 ১৫ কিলোমিটার হেঁটে নীচে নেমে এসে, সমতলে আসার গাড়ির পান। ভারী বৃষ্টির জেরে কালিম্পংয়ের ৩-৪টি রাস্তা বন্ধ। একটি মাত্র খোলা। কিন্তু সেখানেও ধ্বস নেমে ভেঙে-চুরে খারাপ অবস্থা। কিছুক্ষণ গাড়ি চলার পর রাস্তা বন্ধ করে সারাইয়ের কাজ চলছে। পায়েলের আফসোস, বেড়াতে এসে এমন পরিস্থিতির মুখে পড়ে সত্যিই ভয় পেয়ে গিয়েছিলেন তাঁরা।