রবিবার এক ধর্না মঞ্চ থেকে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে মুখ খুলে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় কাঞ্চন মল্লিককে। তিনি ডাক্তারদের কর্তব্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছিলেন? সরকারের থেকে ‘বেতন-বোনাস’ নেওয়া নিয়েও। অবশ্য, সোমবার গোটা দিনই ক্রমাগত সমালোচনা করেন কাঞ্চনকে তাঁর ইন্ডাস্ট্রির সহকর্মীরা। সুদীপ্তা চক্রবর্তী জানান এতদিনের পুরনো বন্ধু ও সহকর্মীকে ‘ত্যাগ’ করলেন তিনি൲। এখানেই শেষ নয়, অভিনেতা সুজন নীল জানিয়ে দেন ‘অলবিদা মাগন…’-তিনি আর আনবেন না। সুজনের নাট্যদল ‘চেতনা’র অন্যতম জনপ্রিয় নাটক ‘মাগন-রাজার পালা’। আর এখানে মাগনের চরিত্রে এতদিন মঞ্চ কাঁপিয়েছেন কাঞ্চন মল্লিক। তবে এবার থেকে আর একসঙ্গে দেখা যাবে না তাঁদেরকে।
প্রতিবাদের মুখে পড়েও সোমবার সন্ধে অবধি অনড় ছিলেন কাঞ্চন মল্লিক। এমনকী, তাঁর বর্তমান ꦕস্ত্রী শ্রীময়ী চট্টোরাজও বরের সপক্ষেই গলা তুলেছিলেন। কিন্তু রাত বাড়তেই সুর বদল দু🃏জনের। তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ডাক্তারদের নিয়ে কোনও বিরূপ মন্তব্য করা যাবে না। এমনকী, তিনি সাবধানও করে দেন, দলের সব কর্মীদের। এরপরই ক্ষমা চান কাঞ্চন। ভিডিয়ো বার্তা শেয়ার করে জানান, তিনিও আর সবার মতোই চান আরজি কর নির্যাতিতা বিচার পাক। যদিও নেটিজেনদের মন ভোলেনি, অভিনেতা-তৃণমূল বিধায়কের এই ক্ষমা চাওয়াতে।
এদিকে, কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্🌜দ্যোপাধ্যায় ইনস্টাগ্রাম স্টোরিতে মঙ্গলবার সকাল একটি পোস্ট শেয়ার করলেন। যা অভিনেতা-ডাক্তার কিঞ্জল নন্দকে নিয়ে। যিনি প্রথম থেকেই জুনিয়র ডাক্তারদের এই প্রতিবাদের মুখ। আরজি করের তরুণী ডাক্তারের বিচার চেয়ে যারা গত কয়েকদিন ধরে ক্রমাগত লড়াই করে চলেছেন। সোমবার বিকেল থেকেই অবস্থান বিক্ষোভ করছেন লালবাজারের কাছে।
আরও পড়ুন: নতুন মেগায় ফিরছে ‘দেশের মাটি’ জুটি তথাগত-পায়েল! 🌳কোন চ্যানেলে আসছেཧ এই ধারাবাহিক
কিঞ্জল নন্দকে নিয়ে যে পোস্টটি শেয়ার করেছেন পিঙ্কি, সেখানে লেখা রয়েছে, ‘সোজা মেরুদণ্ডের মানুষ। চোখে চোখ রেখে কথা বলার মানুষ। লড়াইয়ের ময়দানে জান দেওয়া মানুষ… আমরা পাশে আছি কিঞ্জল। বিচার পেতেই হবে। তুমি-সহ তোমার সব সহ যোদ্ধাদের স্যালুট।’ যদিও পিঙ্কি পোস্টটি শেয়ার করার সময় নিজের মনের কথা প্রকাশ করেননি। কিন্তু তিনি যে ডাক্তারদের এই আন্দ♚োলনকে পূর্ণ সমর্থন জানাচ্ছেন, তা স্পষ্ট।