ফের শোকের ছায়া সঙ্গীত জগতে। চলে গেলেন দক্ষিণী ভারতীয় সংগীতের উ🐎জ্জ্বল নক্ষত্র সঙ্গীতা সাজিদ। বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। রবিবার তিরুবনন্তপুরমে বোনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। কিডনির সমস্꧃যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন সঙ্গীত, চলছিল চিকিৎসা।
মালায়ালি, তামিল, কন্নড়, তেলুগু- একাদিক দক্ষিণী ভাষায় গান গেয়েছেন সঙ্গীতা। সম্প্রতি ℱপৃথ্বীরাজ অভিনীত ‘কুরুথি’ ছবির থিম সং-এ কন্ঠ দিয়েছিলেন প্রয়াত শিল্পী। নিজের দীর্ঘ কর্মজীবনে ২০০-র বেশি ছবির গান গেয়েছেন সঙ্গীত। এ আর রহম🦩ানের কম্পোজিশনে সঙ্গীতার গাওয়া ‘মিস্টার রোমিও’ ছবির ‘থাননীরাই কথালিকুম’ (Thanneerai Kathalikkum) গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে অজস্র হিট গান।
তামিলনাড়ুর প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা মুগ্ধ ছিলেন সঙ্গীতার গানে। জানা যায়, শিল্পীর গানে মুগ্ধ হয়ে তাঁকে একটি সোনার চেন পর্যন্ত উপহার দিয়েছিলেন আম্মা। কোট্টেয়ামের মেয়ে সঙ্গীতার মৃত্যুতে শোকের ছায়া দক্ষিণী সঙ্গীত দুনিয়ায়। তিনি রেখে গেলেন, এক কন্যা ও দুই 𒈔সহোদরকে। এদিন তিরুবনন্তপুরমেই সঙ্গীতার শেষক❀ৃত্য সম্পন্ন হয়েছে।