নতুন বছরের প্রথম দিকেই করোনা রিপোর্ট পজিটিভ সাহিত্য জগতে। সংগীত শিল্পী জিৎ গঙ্গ🌊োপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়েরর পর পর রিপোর্ট পজিটিভ কবি-গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার কথা ফেসবুকে জানালেন শ্রীজাত নিজেই।
এই প্রসঙ্গে ফেসবুকে একটি পোস্ট করেছেন শ্রীজাত। লিখেছেন, 'দ্বিতীয়বার কোভিড-আক্রান্ত হলাম। এইবার প্রতিষেধকের দুটি টিকা’র পরেও। আপাতত সামান্য উপসর্গ নিয়ে ঘরেই নিভৃতব🦹াস পালন করছি। যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শ𓄧ে এসেছেন, অবশ্যই নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নিন। সাবধানে থাকুন সকলে, সুস্থ থাকার ও রাখার চেষ্টা করুন। আর হ্যাঁ, এই ক’দিন বিশেষ ফোনালাপ বা বার্তালাপ করতে পারছি না, সে-জন্য মার্জনাপ্রার্থী।'
প্রসঙ্গত, গত সপ্তাহেই যিশু সেনগুপ্তর বাড়িতে বসেছিল এক শীতকালীন মজলিশ সেই আসরে হাজির ছিলেন শ্র💙ীজাত। সেখানে ড্রাম স্টিকস হাতে পাওয়া গেছিল যিশু সেনগুপ্তকে এবং মনমাতানো সুরেলা কন্ঠে নিঃশব্দ ঝড় তুলেছিলেন এই কবি-গীতিকার। কবির গলায় শোনা গেছিল ফৈজ আহমেদ ফৈজ-এর লেখা বিখ্যাত গজল 'রাজ-এ-উলফত ছুপা কে দেখ লিয়া'।
রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা।কলকাতা মহানগরীতে সংক্রমণ যথেষ্ট উদ্বেগজনক। সংক্রমণের এই গ্রাফ ভাবাচ্ছে অনেককেই। উল্লেখ্য, রাজ্যে গত কয়েকদিনে কয়েক গুণ বেড়েছে সংক্রমণ৷তবে এখনও নিয়ন্ত্রণে রয়েছে মৃত্যু। অভ্যন্তরীণ পর্যবেক্ষণে রাজ্যের স্বাস্থ্য কর্তারা মনে করছেন পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে। আক্রান্তের নিরিখে রাজ্যে শীর্ষে রয়েছে কলকাতা৷ কোভিডের নয়া স্ট্রেন ওমিক্রন। চিকিৎসকদের মধ্যেও বাড়ছে সংক্রমণ। উল্লেখ্য, করোনার কবলে পড়েছেন বিসিসিআই প্রেসিডেন✤্ট সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে রাজ্যের বিদ্ℱযুৎমন্ত্রী অরূপ বিশ্বাস-ও।