এবার মেয়েই হোক, এটাই তো চেয়েছিল পপি। সেই প্রার্থনা মতো চাউলিয়া পরিবারে লক্ষ্মীই এসেছে। তাই পরিবার এখন শুধুই খুশির হাওয়া। আনন্দ যেন ধরছে না। সদ্যোজাত সেই কন্যা সন্তান সহ বউমাকে বরণ করে ঘরে তুলেছিলেন পপির শাশুড়িমা।তারপর থেকে সেই 'অ্য়াঞ্জেল'কে নিয়েই প্রতিটা মুহূর্ত ❀উদযাপন করছে চাউলিয়া পরিবার।
মেয়ের নামকরণ, থেকে ভাগ্য লিখন, প্রথম স্♋নান, সবই উঠে আসছে পপিস কিচেন ফ্যামিলি ভ্লগে। সম্প্রতি পপির সদ্য়োজাত কন্যার প্রথম স্নানের ভিডিয়ো পোস্ট করা হয়েছে Popi Kitchen Family Vlogs-এর ফেসবুকের পাতায়। যেখানে দেখা যায় প্রথা অনুযায়ী শিশুর আঁতুর কাটার পর পপির সদ্যোজাত কন্যার নখ-চুল কাটার বিষয়ে পপি ▨ও তাঁর পরিবারের সদস্যর সঙ্গে কথা বলছেন। এরপরই পপির মেয়েকে দেখতে হাজির হয়ে যায় তাঁর দিদি। এরপরই দেখা যায় সেই মুহূর্ত।
যেখানে সদ্যোজাত, ঘুমন্ত মেয়েকে নিয়ে বাড়ির বাইরে উঠানে রাখা চেয়ারে বসেন পপি। তারপর নাপিত এসে পপি ও তাঁর মেয়ে নখ কেটে যান। পারিশ্রমিক হিসাবে তাঁকে ৫০০ টাকার নোট দিতে দেখা যায়। এরপর হলুদ, তেল মাখিয়ে সদ্য়োজাত সেই শিশুকে স্নান করাতেও দেখা যায় পপি ও তাঁর পরিবারের সদস্যদের। স্নানেনꦚ পর পপির শাশুড়িমাকে পপির মেয়েকে নিয়ে ঘরে বসতে দেখা যায়। গ্রামীণ প্রথা মেনে তার কপালে পরতে দেখা যায় হিং-এর টিপ। তারপর পুকুরের সামনে পুজো ও রীতি পালন করতে দেখা যায় পপির বাড়ির সদস্যদের। পপিও তখন মেয়েকে নিয়ে ঘাটে দাঁড়িয়ে ছিলেন।
আরও পড়ুন-‘বিধাত🔯া ওর কপালে কী লিখেছেন কে জানে!’ কীভাবে হল পপির মেয়ের ভাগ্য লি🐎খন অনুষ্ঠান?