ফের দক্ষিণী ছবির দুনিয়ায় খারাপ খবর। প্রয়াত জনপ্রিয় মালয়ালম চলচ্চিত্র অভিনেত্রী এবং টেলিভিশন উপস্থাপক সুবি সুরেশ। জানা যাচ্ছে, বুধবার সকাল ১০টা নাগাদ মৃত্য়ু হয়েছে অভিনেত্রীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। কেরালার আলুভার কাছে রাজাগিরি হাসপা💛তালে চিকিৎসা চলছিল অভিনেত্রীর। কৌতুকশিল্পী টিনি টম ফেসবুকে সুবি সুরেশের মৃত্যুর খবর জানান। প্রসঙ্গত কয়েকদিন আগেই মৃত্যু ꦕহয় জুনিয়র এনটিআরের ভাই অভিনেতা, রাজনীতিবিদ নন্দমুরি তারক রত্নের। আর এবার এল অভিনেত্রী সুবি সুরেশের মৃত্যুর খবর।
এদিকে সুবি সুরেশের বাড়িতে তাঁর বিয়ের প্রস্তুতি চলছিল বলে জানা যাচ্ছে। শীঘ্রই বিয়ে করার কথা ছিল তাঁর। তারই মধ্যে 🅘এমন খবরে হ🍸তবাক অভিনেত্রীর অনুরাগীরা।
আলুভার রাজাগিরি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা যাচ্ছে গত ২৮ জানুয়ারি সেখানে ভর্তি হয়েছিলেন সুবি সুরেশ। তাঁর লিভার ফেইলিউর হওয়ার কারণে চিকিৎসা চলছিল। জানা যায়, কেলারার এর্নাকুলামের থ্রিপুনিতুর♌ার বাসিন্দা ছিলেন সুবি। একসময় কোচি-র কলাভবন ট্রুপ দ্বারা আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে স্টেজ নিয়মিত পারফর্ম করেছেন সুবি সুরেশ। তাঁর সংলাপ বলার অনন্য শৈ🍌লীর কারণেই টেলিভিশনে অভিনয়ের সুযোগ পান। পরবর্তী সময়ে বিভিন্ন মালায়ালম টেলিভিশন চ্যানেলে জনপ্রিয় কমেডি অনুষ্ঠানের অংশ ছিলেন তিনি। যার মধ্যে 'সিনেমালা' কমেডি শোটি ছিল বেশ জনপ্রিয়, সেখানে বেশকিছু পর্বে দেখা যায় সুবি সুরেশকে।এছাড়া টেলিভিশনের 'কুট্টি পাট্টলাম'-এ শোয়ে দেখা গিয়েছে তাঁকে। 'মেড ফর ইচ আদার'-নামে একটি অনুষ্ঠানের সঞ্চলনাও করতেন সুবি।
প্রথমে একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসাবে কাজ করেন। পরে ২০০৬ সালে পরিচালক রাজসেননের 'কনকসিমাসনম'-ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। সুবি সুরেশ অভিনীত ছবিগুলির মধ্যে রয়েছে 'ড্রামা', 'পঞ্চবর্ণনাথ', 'কিল্লাদি রমন', 'থাকরলাহালা', 'হ্যাপি হাজব্যান্ডস'। 'কোভিড -১৯-এর কারণে লকডাউনের সময় ফিটনেস এক্সপার্ট হিসাবে সোশ্যাল মিডিয়া🐼য় বেশকিছু ভিডিয়ো পোস্ট করেছিলেন, যেগুলি সেসময় বেশ ভাইরাল হয়।
কেরালার মুജখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সুবি সুরেশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বলেছেন রাজ্য এমন একজন শিল্পীকে হারিয়েছে, যিনি সিনেমার অভিনয়ের পাশাপাশি মঞ্চেও অভিনয় করেছেন।