কখন চন্দ্রযান ৩ চাঁদ ছোঁবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত ১৪০ কোটি ভারতীয়, চলছে প্রার্থনা। গতি কমিয়ে একেবারে চাঁদের কাছাকাছি পৌঁছে গিয়েছে ভারতের এই মহাকাশযান। মহাকাশ গবেষণায় দেশকে নতুন দিশা দেবে চন্দ্রযান ৩। ভারতের এই বিরাট কীর্তি নিয়েই মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্স (অতীতে টুইটার) ব্যাঙ্গাত্মক পোস্ট কর🍬ে বসলেন প্রকাশ রাজ। যা দেখে তেলে বেগুণে জ্বলে উঠল নেটিজেনরা। প্রকাশ রাজের পোস্ট সকলের কাছেই অত্যন্ত নিম্নরুচির লেগেছে। এই মুহূর্তে এক্স প্ল্যাটফর্মে লাগাতার ট্রোলড হচ্ছেন ‘ওয়ান্টেড’ ছবির ভিলেন।
গেরুয়া শিবিরের বিরোধিতা সোশ্যাল মিডিয়ায় হামেশাই করেন প্রকাশ রাজ। মোদী বিরোধী এই ꦬঅভিনেতাকে একহাত নিয়ে এদিন নেটিজেনরা জানায়, রাজনৈতিক মতাদর্শের সঙ্গে জাতীয় স্বার্থ গুলিয়ে ফেলা মোটেই ঠিক নয়। ঠিক কী টুইট করেছেন অভিনেতা?
একটি কার্টুনের ছবি টুইট করেছেন প্রকাশ রাজ। তার পরনে জামা ও লুঙ্গি, এক পাত্র থেকে আরেক পাত্র চা ঢালছে সে। চায়ের✤ পাশাপাশি তার শরীরও যেন খানিক বেঁকে গিয়েছে। এই ছবির ক্যাপশনে তিনি লেখেন- ‘ব্রেকিং নিউজ--ল্যান্ডার বিক্রমের মাধ্যমে চাঁদের প্রথম ছবি… ওয়াও…এমনি প্রশ্ন করছি’।
এহেন টুইটের মাধ্যমে ইসরোর বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম, তাঁদের অধ্যাবসায়ের অপমান করেছেন অভিনেতা, এই দাবিতে সরব নেটিজেনরা। একজন লেখেন- ‘প্রকাশ রাজ, চন্দ্রযান ৩ তৈরি করেছে ইসরোর বিজ্ঞানীরা, বিজেপি নয়। এর সাফল্য ভারতের সাফল্য, কোনও রাজনৈতিক দলের নয়। আপনি কি চাইছেন চন্দ্রযান ৩-এর মিশন ব্যর্থ হোক? কেন্দ্রে সরকার আসবে, যাবে কিন্তু ইসরো থাকবে। ইসরো আমা🐠🌠দের গর্ব। আপনি সত্যের কথা বলেন, সত্যের খোঁজে তো আপনি জাতীয়তাবাদের অপমান করে বসলেন’। আরেক নেটিজেন লেখেন- ‘আপনি আর কত নীচে নামবেন, ঘৃণা হচ্ছে। ভাবতে অবাক লাগছে আপনি একজন ভারতীয়’।
প্রকাশ রাজের টুইট নিয়ে বিতর্কের ঝড়। কেউ তাঁকে, ‘নির্লজ্জ’ 🍸বলে তুলোধনা করেছে তো কেউ ‘দেশদ্রোহী’ তকমা দিয়ে শাস্তির দাবি ไজানিয়েছেন। কাররু মতে, রিল নয় রিয়েল লাইফেও নেতিবাচক চরিত্র প্রকাশ রাজের। চন্দ্রযান ৩ নিয়ে কেন এই বিষোদগার? প্রশ্ন অনেকের। কেউ আবার অভিনেতার মানসিক সুস্থতার কামনা করেছেন।
#justasking এই হ্যাশট্যাগ দিয়ে হামেশাই এক্স প্ল্যাটফর্মে (আগে টুইটার) মোদী বিরোধী পোস্ট করে থাকেন প্রকাশ রাজ। সাংবাদিক বন্ধু গৌরী লঙ্কেশের হত্যার পর থেকেই এই ক্যাম্পেন শুরু করেছিলেন অভিনেতা। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে খুন হন গৌরী লঙ্কেশ। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু (সেন্ট্রাল) কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়েন প্রকাশ রাজ। হারের মুখ দেখতে হয় তাঁকে। তাঁর কথায়🧜, তিন মাসের বেশি কোনও রাজনৈতিক দলের অংশ হিবাসে থাকতে পারবেন না তিনি, তাই একা লড়ার সিদ্ধান্ত।
প্রসঙ্গত, রবিবার ইসরোর তরফে জানানো হয়েছে ২৩ অগাস্ট ল্যান্ডিং হলেও পৌনে ৬টা নয়, ল্যান্ডার বিক্রম চাঁদে নামবে সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে। সোমღবার চাঁদের আরও বেশ কিছু চমকপ্রদ ছবি শেয়ার করেছে ইসরো। এদিন চন্দ্রযান-৩ চাঁদে ল্যান্ডিংয়ের আগে এই ছবি পাঠিয়েছে।